ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।
চলমান বাণিজ্য আলোচনার অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে শুক্রবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। খবর বিবিসি।
ট্রাম্প বলেন, তাদের (ইইউ) সঙ্গে আমাদের আলোচনা কোনো দিশা পাচ্ছে না। তাই ইউরোপ থেকে আসা পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।
এই ঘোষণাকে বিশ্লেষককরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের নতুন অধ্যায় হিসেবে দেখছেন। এর আগেও ট্রাম্প প্রশাসন ইউরোপীয় রপ্তানি পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছিল, যা ইইউ-ভিত্তিক ব্যবসাগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
শুধু ইউরোপীয় পণ্য নয়, ট্রাম্পের নজরে রয়েছে প্রযুক্তি খাতের জায়ান্ট অ্যাপলও। তিনি বলেন, যেসব আইফোন আমেরিকায় তৈরি হয় না, সেগুলোর ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক বসানো হবে।
ট্রাম্প আরও জানান, আমি অনেক আগেই অ্যাপলের সিইও টিম কুককে বলেছি, আমি চাই আইফোন যুক্তরাষ্ট্রে তৈরি হোক- ভারত বা অন্য কোথাও নয়। যদি তা না হয়, তাহলে অ্যাপলকে শুল্ক দিতে হবে।
ট্রাম্পের এই শুল্ক হুমকি এমন সময় এলো, যখন তিনি আবার হোয়াইট হাউসে ফিরে যাওয়ার দৌড়ে এগিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনের প্রতিশ্রুতি দিচ্ছেন।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিশেষ করে ইউরোপ, চীন এবং প্রযুক্তি খাতের জন্য এই পরিবর্তন হতে পারে যথেষ্ট চ্যালেঞ্জিং।
ইইউ এখনো এই শুল্ক হুমকির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে এই ধরনের পদক্ষেপ নিলে তারা পাল্টা জবাব দেবে বলেই মনে করছেন বাণিজ্য বিশেষজ্ঞরা।
মন্তব্য করুন