টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে ফ্রান্স থেকে নরওয়েতে একটি মানবাধিকার সম্মেলনে অংশ নিতে নিষেধাজ্ঞা দিয়েছে ফরাসি আদালত। শনিবার আয়োজকরা এই তথ্য জানিয়েছেন।
৪০ বছর বয়সী দুরভ বর্তমানে ফ্রান্সে তদন্তাধীন রয়েছেন। কারণ তার তৈরি করা টেলিগ্রাম অ্যাপে অবৈধ বিষয়বস্তু রয়েছে বলে অভিযোগ উঠেছে।
আগামী মঙ্গলবার অসলোতে অনুষ্ঠিতব্য ‘অসলো ফ্রিডম ফোরাম’ সম্মেলনে বাকস্বাধীনতা ও ডিজিটাল অধিকারের বিষয়ে ভাষণ দেওয়ার কথা ছিল তার। তবে আদালতের নিষেধাজ্ঞার কারণে তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে পারছেন না; ভার্চুয়ালি ভাষণ দেবেন।
মানবাধিকার ফাউন্ডেশনের প্রধান থর হ্যালভোরসেন বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে দুরভ এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না। টেলিগ্রামের মতো প্রযুক্তি স্বৈরাচারবিরোধীদের জন্য অপরিহার্য।’
এর আগে গত মার্চে দুরভকে দুবাই সফরের অনুমতি দেওয়া হলেও সম্প্রতি তাকে যুক্তরাষ্ট্র সফরে যেতে দেওয়া হয়নি।
দুরভ অভিযোগ করেছেন, ফ্রান্সের গোয়েন্দা সংস্থা তাকে রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের আগে রাশিয়ানপন্থী কিছু অ্যাকাউন্ট নিষিদ্ধ করতে চাপ দিয়েছিল।
মন্তব্য করুন