শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

নবমবার পিতৃত্বের স্বাদ নিলেন বরিস জনসন

নবজাতকের সঙ্গে মা ক্যারি জনসন ও বাবা বরিস জনসন। ছবি : সংগৃহীত
নবজাতকের সঙ্গে মা ক্যারি জনসন ও বাবা বরিস জনসন। ছবি : সংগৃহীত

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নবমবারের মতো পিতৃত্বের স্বাদ পেয়েছেন। তার স্ত্রী ক্যারি জনসন সম্প্রতি জন্ম দিয়েছেন একটি কন্যাসন্তান। এই নবজাতিকার নাম রাখা হয়েছে পপি এলিজা জোসেফিন জনসন।

২১ মে ২০২৫, লন্ডনের ইউনিভার্সিটি কলেজ হাসপাতালে পপির জন্ম হয়। আগের দুই স্ত্রীর সন্তানসহ এটি বরিস জনসনের নবম সন্তান, জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর।

শনিবার (২৪ মে) ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সুখবরটি জানান ক্যারি জনসন। ক্যাপশনে তিনি লেখেন, বিশ্বাসই হচ্ছে না তুমি কত সুন্দর আর ছোট্ট। নিজেকে খুবই ভাগ্যবতী মনে হচ্ছে। আমরা সবাই মুগ্ধ হয়ে আছি। জন্মের পর থেকে একটুও ঘুমোতে পারিনি, কারণ তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে বারবার।

সন্তান জন্মের সময় সহায়তাকারী হাসপাতালের মাতৃত্বসেবা দল, বিশেষ করে আসমা ও প্যাট্রিক নামের দুই স্বাস্থ্যকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বরিস ও ক্যারির এটি চতুর্থ সন্তান। এর আগে তাদের সংসারে আরও তিনটি সন্তান জন্ম নেয়- উইলফ্রেড লরির নিকোলাস জনসন, জন্ম ২৯ এপ্রিল ২০২০; রোমি আইরিস শার্লট জনসন, জন্ম ৯ ডিসেম্বর ২০২১ এবং ফ্রাঙ্ক আলফ্রেড ওডিসিয়াস জনসন, জন্ম ৫ জুলাই ২০২৩।

প্রতিটি সন্তান জন্মের পরই ক্যারি সামাজিক যোগাযোগমাধ্যমে তা জানান দেন, যার ফলে জনসন দম্পতির ব্যক্তিজীবন সবসময় আলোচনায় থেকেছে।

প্রসঙ্গত, বরিস ও ক্যারির প্রেমের সম্পর্ক নিয়ে ব্রিটিশ গণমাধ্যমে বরাবরই কৌতূহল ছিল। তারা ২০১৯ সালের শেষদিকে বাগদান করেন এবং ২০২১ সালের মে মাসে ওয়েস্টমিনস্টার ক্যাথেড্রালে একটি ঘনিষ্ঠ অনুষ্ঠানে বিয়ে করেন। সেই সময় ক্যারি অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা যায়।

বিভিন্ন সূত্র অনুযায়ী, বরিস জনসনের সন্তান সংখ্যা মোট ৯ জন। যদিও জনসন কখনও প্রকাশ্যে এই সংখ্যা নিশ্চিত করেননি। প্রাক্তন স্ত্রী মারিনা হুইলারের সঙ্গে বরিসের চার সন্তান রয়েছে— লারা লেটিস (২৭), মিলো আর্থার (২৫), ক্যাসিয়া পিচেস (২৩) এবং থিওডর অ্যাপোলো (২১)।

এছাড়া, ২০০৯ সালে লন্ডনের মেয়র থাকাকালীন শিল্প পরামর্শক হেলেন ম্যাকইন্টায়ারের সঙ্গে সম্পর্কে জড়ান বরিস। সেই সম্পর্ক থেকে জন্ম হয় আরেক কন্যাসন্তান স্টেফানি ম্যাকইন্টায়ারের।

২০১৩ সালে ব্রিটিশ কোর্ট এই সম্পর্কের সন্তানের বিষয়টি জনস্বার্থে প্রকাশের অনুমতি দেয়। তখন বিচারপতিরা বলেন, এই ঘটনার মূল তথ্য হলো, জনসনের বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে একটি সন্তানের জন্ম হয়েছে। এটি জনস্বার্থে প্রকাশ করা উচিত, কারণ জনসনের মতো উচ্চপদস্থ রাজনীতিকের ব্যক্তিগত আচরণ ও নৈতিকতা যাচাই করাও গণমাধ্যমের দায়িত্ব।

২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী বরিস জনসন রাজনৈতিক জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বরাবরই গণমাধ্যমের আলোচনায় থেকেছেন। নবম সন্তানের জন্মের মধ্য দিয়ে তিনি আবারও উঠে এলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনামে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাম্প ন্যু প্রস্তুত না হলে লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

১০

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

১১

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১২

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১৩

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

১৪

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

১৫

আগামী সংসদ প্রথম তিন মাস ‘সংবিধান সংস্কার সভা’ হিসেবে কাজ করার প্রস্তাব

১৬

ধরলার তীব্র ভাঙন, টেকসই বাঁধ নির্মাণের দাবি

১৭

নেতা ও ভোটারের জবাবদিহিই হবে শ্রেষ্ঠ সংস্কার : মঈন খান

১৮

পাপের ফল ওদের ভোগ করতেই হবে : রাশেদ খান

১৯

ক্ষমা চাইলেন স্বাধীন খসরু 

২০
X