কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ এএম
অনলাইন সংস্করণ

চলে গেলেন ‘আরমানি’ ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কিংবদন্তি ইতালিয়ান ফ্যাশন ডিজাইনার ও আরমানি ব্রান্ডের প্রতিষ্ঠাতা জর্জিও আরমানি মারা গেছেন। ৯১ বছর বয়সে এই পৃথিবী ত্যাগ করলেন তিনি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে আরমানি গ্রুপ।

দীর্ঘ কর্মজীবনে আরমানি ইতালিয়ান স্টাইলকে আন্তর্জাতিক ফ্যাশনের শীর্ষে তুলে ধরেন এবং হলিউডের লালগালিচায় নতুন মাত্রা যোগ করেন।

কোম্পানির বিবৃতিতে বলা হয়, মি. আরমানি, যাকে কর্মী ও সহকর্মীরা শ্রদ্ধাভরে ডাকতেন, তিনি শান্তিপূর্ণভাবে পরিবারের উপস্থিতিতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। বিবৃতিতে তাকে এক অদম্য চালিকাশক্তি হিসেবে বর্ণনা করা হয়।

পরিবার ও কর্মীদের পক্ষ থেকে জানানো হয়- আরমানি যে ভালোবাসা, দায়িত্ববোধ ও দৃষ্টিভঙ্গি দিয়ে প্রতিষ্ঠানকে গড়ে তুলেছিলেন, তারা সেটা সম্মান ও আন্তরিকতায় ধরে রাখবেন।

১৯৩৪ সালে উত্তর ইতালির পিয়াচেঞ্জায় জন্ম নেওয়া আরমানি শুরুতে চিকিৎসাবিদ্যা নিয়ে পড়লেও পরে ফ্যাশন জগতে প্রবেশ করেন। ১৯৫৭ সালে মিলানের ‘লা রিনাসেন্তে’ ডিপার্টমেন্ট স্টোরে উইন্ডো ড্রেসার হিসেবে কাজ শুরু করেন তিনি। পরে ডিজাইনার নিনো চেরুতির অধীনে কাজ করার সময় তিনি স্যুট জ্যাকেটের ঐতিহ্যবাহী কাঠামো ভেঙে নতুনত্ব আনেন। ১৯৭৫ সালে স্থপতি সার্জিও গালিওত্তির সঙ্গে মিলে গড়ে তোলেন ‘জর্জিও আরমানি’ ব্র্যান্ড।

৮০-এর দশকে তার ডিজাইন হলিউডে সাড়া ফেলে। রিচার্ড গেরের ‘আমেরিকান গিগোলো’ সিনেমায় আরমানির স্যুট নতুন স্ট্যাটাস সিম্বল হয়ে ওঠে। এরপর আরমানি হয়ে ওঠেন রেড কার্পেট ফ্যাশনের অন্যতম ভরসার নাম। আর্নল্ড শোয়ার্জনেগার, সোফিয়া লরেন, শন কনারি থেকে শুরু করে অসংখ্য তারকা আরমানির পোশাকে হাজির হয়েছেন।

গালিওত্তির মৃত্যুর পর ১৯৮৫ সাল থেকে কোম্পানির একক মালিক ছিলেন জর্জিও আরমানি। পরে তিনি এম্পোরিও আরমানি, আরমানি জিনস, আরমানি এক্সচেঞ্জসহ বহুমুখী ধারা চালু করেন। দুবাইয়ের বুর্জ খলিফায় বিলাসবহুল হোটেলসহ মিলানের কেন্দ্রস্থলে একটি বিশাল আরমানি কমপ্লেক্সও গড়ে তোলেন।

ফ্যাশনের বাইরে খেলাধুলার সঙ্গেও যুক্ত ছিলেন জর্জিও আরমানি। ২০০৮ সালে তিনি ইতালির সফল বাস্কেটবল দল অলিম্পিয়া মিলানো কিনে নেন এবং পরবর্তীতে ইতালির অলিম্পিক দলের ইউনিফর্ম ডিজাইন করেন।

ফ্যাশন জগতে অমর হয়ে থাকা এই ডিজাইনারকে ২০২১ সালে ইতালির অন্যতম সেরা সম্মান ‘গ্র্যান্ড অফিসার অব দ্য অর্ডার অব মেরিট’ দেওয়া হয়। এ ছাড়া তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর শুভেচ্ছাদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ফ্যাশনকে শুধু পোশাকে সীমাবদ্ধ রাখেননি আরমানি; তিনি গড়ে তুলেছেন এক উত্তরাধিকার, যা আজও বিশ্ব ফ্যাশনে অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।

সূত্র : বিবিসি, সিএনএন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোষণা দিয়েও ইসলামী আন্দোলনের আমিরের আসন ছাড়েনি জামায়াত

সব রেকর্ড ভেঙে দেশে স্বর্ণের দামে ইতিহাস

দুই দেশ থেকে ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট

বাবা হতে চলেছেন সৌম্য সরকার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের সম্মানে যে ২ আসন ছাড়ল ইসলামী আন্দোলন

শুধু পড়াশোনার চাপ নয়, শিশুদের আগ্রহের বিষয়টিতে উৎসাহ দেওয়া জরুরি

ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে ৪ দিনের ছুটি

আমার কর্মীদের ভয়ভীতি দেওয়া হচ্ছে : মহিউদ্দিন আহমেদ

আলিফ হত্যা মামলা / নিজেকে নির্দোষ দাবি করলেন চিন্ময় ব্রহ্মচারী

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা

১০

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের

১১

পঞ্চগড়ে জাতীয় ছাত্রশক্তির ‘হ্যাঁ যাত্রা’ ক্যাম্পেইন

১২

শাকসু নির্বাচন নিয়ে উত্তাল শাবি

১৩

খড়িবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল মা-মেয়ের

১৪

দেশে প্রথম বেস আইসোলেশন প্রযুক্তিতে ফায়ার সার্ভিস ভবন নির্মাণ করছে গণপূর্ত

১৫

সাইড দিতে গিয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, মা-মেয়ে নিহত

১৬

নির্বাচনকালীন সহিংসতা রোধে মাজআসের গোলটেবিল আলোচনা সভা

১৭

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গে কারা?

১৮

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

যে দুর্গম এলাকায় র‌্যাবের ওপর হামলা করে সন্ত্রাসীরা

২০
X