সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে চিঠি পাঠিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
দুই দেশের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ওপর এ চিঠি লেখ হয়েছে বলে দাবি করেছে সংবাদমাধ্যম আল-আরাবিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ওয়ালিদ আল খুরাইজি এ চিঠি গ্রহণ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের হেডকোয়ার্টারে কাতারের রাষ্ট্রদূত বন্দর আল-আতিয়াহ এক বৈঠকে এ চিঠি হস্তান্তর করেন।
বৈছকে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয় বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
মন্তব্য করুন