গাজার উত্তরাঞ্চলের ১১ লাখ বাসিন্দাকে দক্ষিণাঞ্চলে সরে যেতে ২৪ ঘণ্টার অলটিমেটাম দিয়েছে ইসরায়েল। দেশটির এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে নরওয়ে। তারা ইসরায়েলের এমন আলটিমেটামকে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছে। খবর আলজাজিরার।
নরওয়ের শরণার্থী ক্যাউন্সিলের সেক্রেটারি জেনারেল জন এগল্যান্ড বলেন, গাজার উত্তরাঞ্চল থেকে জোরপূর্বক ১১ লাখ ফিলিস্তিনিকে সরে যাওয়ার নির্দেশ যুদ্ধাপরাধ।
তিনি বলেন, আন্তর্জাাতিক আইনানুসারে জোরপূর্বক কোনো জনগণকে স্থানান্তর করা যুদ্ধাপরাধের শামিল। ইসরায়েল এমন আলটিমেটাম দিলেও তারা কখন নিরাপদে ফিরে আসতে পারবে তাও জানানো হয়নি। ইসরায়েলের এমন আদেশকে তিনি ক্ষোভের বহিঃপ্রকাশ বলেনও মন্তব্য করেন।
এর আগে ফিলিস্তিনকে দেওয়া ইসরায়েলের আলটিমেটামের সমালোচনা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এমন পদক্ষেপের মধ্য দিয়ে শান্তির দিকে যাওয়া সম্ভব হবে না। গাজা ফিলিস্তিনের ঐতিহাসিক ভূমির অংশ।
পুতিন বলেন, এটা এভাবে মূল্যায়ন করা খুবই কঠিন। এটা সেই জায়গা যেখানে ফিলিস্তিনিরা বসবাস করে আসছে। এটা তাদের ঐতিহাসিক ভূমি। যদি কখনো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তাহলে গাজাকে নিয়েই হবে। আমার মতে, এটার মাধ্যমে শান্তির দিকে যাওয়া সম্ভব নয়।
মন্তব্য করুন