ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ডেপুটি কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিনকে আটক করেছে রুশ প্রশাসন। ওয়াগনার বাহিনীর বিদ্রোহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম মস্কো টাইমস। রাশিয়ান সামরিক বাহিনীর একটি সূত্র থেকেও এ খবর নিশ্চিত করা হয়েছে।
গত ২৩ জুন, ওয়াগনার বাহিনীর ২৪ ঘণ্টার বিদ্রোহের পর সামরিক কর্মকর্তাদের মধ্যে কথিত শুদ্ধি অভিযান পরিচালনা করছে রাশিয়ান কর্তৃপক্ষ।
যুদ্ধক্ষেত্রে নির্মমতার জন্য জেনারেল সুরোভিকিনকে ‘জেনারেল আর্মাগেডন’ নামে সম্বোধন করত রুশ মিডিয়া। তিনি চেচনিয়া এবং সিরিয়ায় রুশ বাহিনী পরিচালনায় সফলতা দেখিয়েছিলেন। গত বছরের শেষের দিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে ইউক্রেন অভিযানের ডেপুটি কমান্ডার হিসেবে নিয়োগ দেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ দুটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বুধবার মস্কো টাইমস জানিয়েছে, ওয়াগনার বাহিনীর বিদ্রোহের সময় ইয়েভজেনি প্রিগোজিনের পক্ষ নেওয়ার কারণে জেনারেল সুরোভিকিনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার (২৩ জুন) রুশ সামরিক নেতাদের উৎখাতের ডাক দিয়ে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। পরদিন শনিবার (২৪ জুন) তার যোদ্ধারা ইউক্রেন সীমান্ত পেরিয়ে রাশিয়ার রাজধানী মস্কো অভিমুখে অভিযাত্রা শুরু করে।
তবে ওইদিন রাতেই ঘটনা নাটকীয় মোড় নেয়। বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কার মধ্যস্থতায় এ অভিযাত্রা বন্ধ করতে সম্মত হন প্রিগোজিন। সমঝোতায় বলা হয়, প্রিগোজিন বেলারুশে চলে যাবেন। বিদ্রোহের কারণে তার ও তার যোদ্ধাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করা হবে।
মন্তব্য করুন