নেদারল্যান্ডসে শ্রেণিকক্ষে নিষিদ্ধ হচ্ছে মোবাইল ফোন, ট্যাবলেট ও স্মার্টওয়াচের ব্যবহার। পড়াশোনায় শতভাগ মনোযোগ নিশ্চিত করার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এ বিষয়ে একমত হয়েছে শিক্ষা মন্ত্রণালয়, স্কুল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এসব খবর জানানো হয়েছে। নেদারল্যান্ডসের শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিষিদ্ধ হলেও ডিজিটাল শিক্ষার ক্লাসে ব্যবহার করা যাবে মোবাইল। সেইসঙ্গে চিকিৎসা সংক্রান্ত বিষয়ের কারণে যদি মোবাইল ব্যবহার করতে হয়, তাহলে তা করা যাবে।
শিক্ষামন্ত্রী রবার্ট ডিকগ্রাফ বলেছেন, ‘আমাদের জীবনের সঙ্গে মোবাইল ফোন জড়িয়ে থাকলেও শ্রেণিকক্ষে এর ব্যবহার ঠিক নয়। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে হবে, তাদের ভালোভাবে পড়াশোনার সুযোগ দিতে হবে। বৈজ্ঞানিক গবেষণা বলছে, এসব কাজে ব্যাঘাত সৃষ্টি করে মোবাইল। এ থেকে আমাদের শিক্ষার্থীদের রক্ষা করতে হবে।’
ডিকগ্রাফ আরও জানান, স্কুলগুলোকে তাদের নিজেদের পরিকল্পনা অনুযায়ী এ নিষেধাজ্ঞা বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে। তবে ২০২৪ সালের গ্রীষ্মের মধ্যে নিষেধাজ্ঞা কার্যকর করা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
মন্তব্য করুন