কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০৫:৫১ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনে ত্রাণ সহযোগিতা স্থগিত করল ইউরোপের আরও এক দেশ

ইতালির পতাকা ও জাতিসংঘের ত্রাণবিষয়ক কার্যালয়। ছবি : সংগৃহীত
ইতালির পতাকা ও জাতিসংঘের ত্রাণবিষয়ক কার্যালয়। ছবি : সংগৃহীত

ইসরায়েলে হামলায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ কর্মকর্তারা জড়িত বলে অভিযোগ করছে নেতানিয়াহু প্রশাসন। তাদের এ অভিযোগের পর ফিলিস্তিনে ত্রাণ সহায়তা স্থগিত করেছে ইউরোপের দেশ ইতালি। শনিবার (২৭ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তিনিও তাজানি বলেন, মিত্রগোষ্ঠীও একই সিদ্ধান্ত নিয়েছে। আমরা ইসরায়েলের নিরাপত্তা সুরক্ষা দিয়ে ফিলিস্তিনি জনগণকে মানবিক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

ইসরায়েলের এমন অভিযোগের ভিত্তিতে কেবল ইতালি নয়, তাদের মিত্রগোষ্ঠীগুলো একে একে ত্রাণ সহায়তা স্থগিত শুরু করেছে। গাজা উপত্যকায় যেসব সংস্থা ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে এগুলোর প্রধান হলো জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ।

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলে অতর্কিতভাবে ব্যাপক হামলা চালায় ফিলিস্তিনি সেনারা। ইসরায়েলের অভিযোগ, এ হামলার সাথে ইউএনআরডব্লিউএ কর্মকর্তারা জড়িত রয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে এর আগে কানাডা, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়াও সহযোগিতা স্থগিত করছে। সবশেষ এ তালিকায় যুক্ত হয়েছে ইতালি।

ইউএনআরডব্লিউএর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি এক বিবৃতিতে বলেছেন, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের ভয়াবহ হামলায় ইউএনআরডব্লিউএ-এর বেশ কয়েকজন কর্মকর্তা জড়িত, তাদের কাছে এমন তথ্য জমা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

তিনি বলেন, আমাদের সংস্থার মানবিক সহায়তা প্রদানের ক্ষমতা রক্ষায় আমি অবিলম্বে এসব কর্মকর্তার চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে দেরি না করে তদন্ত শুরু করেছি। ইউএনআরডব্লিউএ-এর কোনো কর্মকর্তা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের জবাবদিহির আওতায় আনা হবে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি কর্তৃপক্ষের এমন অভিযোগের পর ইউএনআরডব্লিউএকে অর্থ দেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া ইসরায়েলের এ অভিযোগ খতিয়ে দেখার কথা জানিয়েছে দেশটি। এরপর তালিকায় আরও কয়েকটি দেশ যুক্ত হয়েছে।

১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধের কারণে সৃষ্ট লাখ লাখ ফিলিস্তিনি শরণার্থীর দেখাশোনায় ইউএনআরডব্লিউএ প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে গাজা, পশ্চিম তীর, জর্ডান, সিরিয়া ও লেবাননে অবস্থান করা লাখ লাখ ফিলিস্তিনির স্বাস্থ্য, শিক্ষাসহ নানা ধরনের সামাজিক সেবামূলক কাজে সহায়তা দেয় সংস্থাটি। বহুদিন ধরেই যুক্তরাষ্ট্র জাতিসংঘের এই সংস্থার প্রধান অর্থ জোগানদাতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বচ্ছ ও সুশৃঙ্খল নির্বাচনে সশস্ত্র বাহিনীই নির্ভরতার প্রতীক

বউ-শাশুড়িকে কুপিয়ে হত্যাচেষ্টা, আটক ১

খোলা তালাকের পর অন্যত্র বিয়ে ছাড়া কি পূর্বের স্বামীকে বিয়ে করা জায়েজ?

ভূমিকম্প নিয়ে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ

এবি পার্টির উল্লেখযোগ্য অগ্রগতি : জরিপ

‘নতুন শাড়িতে পুরোনো বউ’ দিয়ে আর ধোঁকা দেওয়া যাবে না : চরমোনাই পীর

সিয়ামের নতুন নায়িকা

৮৪ নম্বর সেঞ্চুরির দিনে কোহলির বিরল রেকর্ড

বিসিএসআইআর-বিইউএফটি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ভুলেও খাবেন না এই ৩ পানীয়, নষ্ট হতে পারে আপনার স্মৃতিশক্তি

১০

সাভারে টিভি সাংবাদিকদের সংগঠন ‘টিআরসি’র আত্মপ্রকাশ

১১

শাহ আমানত বিমানবন্দরে মাঝারি স্কেলের অগ্নি নির্বাপন মহড়া

১২

কাদাজলে লন্ডভন্ড ইন্দোনেশিয়ার জনজীবন

১৩

শিক্ষকরা কর্মবিরতিতে, পরীক্ষা নিলেন শিক্ষা অফিসার

১৪

বৈদ্যুতিক শক দিয়ে যুবককে হত্যার অভিযোগ, কলগার্লসহ আটক ৩

১৫

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

১৬

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

১৭

জুলাই শহীদদের আত্মত্যাগই আমাদের চালিকাশক্তি : উপদেষ্টা আদিলুর রহমান

১৮

এবার শাকিবের বিপরীতে নাসির উদ্দিন খান

১৯

‘অবৈধ কামাইয়ে ব্যস্ত’ দুই ছাত্র উপদেষ্টা : ছাত্রশিবির সেক্রেটারি

২০
X