ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে মামলা করেছে অ্যাডাল্ট সাইট পর্নহাব। প্রতিষ্ঠানটি তাদের যুগান্তকারী ডিজিটাল কন্টেন্ট আইনের বিরুদ্ধে এ মামলা করেছে। শুক্রবার (০৮ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পর্নহাব ছাড়াও আরও দুটি অ্যাডাল্ট সাইট এ মামলা করেছে। ইউরোপীয় ইউনিয়নের এ আইনে বয়স যাচাইয়ের এবং বড় প্ল্যাটফর্ম হিসেবে বেশকিছু বাধ্যবাধকতা আরোপের কথা বলা হয়েছে।
গত বছর ইউরোপীয় কমিশন পর্নহাব, এক্সভিডিওজ এবং স্ট্রিপচ্যাটকে খুব বড় অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে ডিজিটাল সার্ভিস অ্যাক্টের আওতায় তালিকাভুক্ত করে। এ আইনের আওতায় সেসব প্রতিষ্ঠানকে যুক্ত করা হয় যাদের মাসিক ভিজিটরের সংখ্যা ৪৫ মিলিয়নের বেশি। এ ছাড়া এসব কোম্পানির ওপর নির্দিষ্ট কিছু বিধিনিষেধও আরোপ করে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ আইনের আওতায় ব্রাসেলস ২২টি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে। এসব প্রতিষ্ঠানের প্রতি অপ্রাপ্ত বয়স্কদের সুরক্ষা দিতে বয়স যাচাইয়ের বাধ্যবাধকতা রয়েছে। এ ছাড়া তাদের সাইটে প্রকাশিত বিজ্ঞাপনের একটি তালিকাও প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। তালিকায় ফেসবুক ইনস্টাগ্রাম, টিকটক এবং এক্সও রয়েছে।
যেসব কোম্পানির ওপর ইউরোপীয় ইউনিয়নের এ আইন আরোপ করা হয় তাদের বৈশ্বিক আইয়ের ছয় শতাংশ জরিমানারও সুযোগ রয়েছে।
পর্নহাবের মূল কোম্পানি আয়লো জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ভুলভাবে এ প্ল্যাটফর্মকে ডিজাইন করেছে। সাইটটিতে মাসে ৩২ মিলিয়নের মতো ইউজার এসে থাকে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
তারা জানিয়েছে, আমরা বিশ্বাস করি ইউরোপীয় ইউনিয়ন তাদের গণনায় ভুল করেছে। ইইউর আরোপ করা বিজ্ঞাপনের বিষয়টি সবার প্রবেশযোগ্য করার শর্তটি বেআইনি বলেও জানিয়েছে তারা।
এ বিষয়ে অন্য দুটি প্ল্যাটফর্মের মন্তব্য জানার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
মন্তব্য করুন