কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ১০:০২ এএম
অনলাইন সংস্করণ

সবাইকে ছাড়িয়ে পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ভ্লাদিমির পুতিন প্রায় ২৫ বছর ধরে রাশিয়ার ক্ষমতায়। কখনো প্রধানমন্ত্রী, কখনো বা প্রেসিডেন্ট হিসেবে বিশ্বের সবচেয়ে বড় দেশটির নেতা হিসেবে রয়েছেন তিনি। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটের জয়ে নিজের ক্ষমতা আরও ছয় বছর দীর্ঘায়িত করলেন তিনি। একই সঙ্গে রাশিয়ার ২০০ বছরের বেশি সময়ের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চলেছেন তিনি। খবর তাস ও আলজাজিরার।

রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৯৫ দশমিক ০৮ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এতে পুতিন সর্বোচ্চ ৮৭ দশমিক ৩২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিটোনভ ৪ দশমিক ২৮ শতাংশ এবং নিউ পিপল পার্টির প্রার্থী ভ্লাদিস্লাভ দাভানকভ ৩ দশমিক ৮৫ শতাংশ ভোট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন। এ ছাড়া এলডিপিআরের প্রার্থী লিওনিড স্লুটস্কি তিন শতাংশের মতো ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন।

গত শুক্রবার (১৫ মার্চ) তিন দিনব্যাপী রুশ প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। গতকাল সর্বশেষ দেশটির সবচেয়ে পশ্চিমের বাল্টিক সাগরের তীরবর্তী কালিনিনগ্রাদ অঞ্চলে ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচন শেষ হয়।

নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তাকে নির্বাচিত করায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে ৭১ বছর বয়সী পুতিন বলেন, তারা আমাদের যতই ভয় দেখানোর চেষ্টা করুক, যতই আমাদের ইচ্ছা ও চেতনাকে দমনের চেষ্টা করুক—ইতিহাস বলে তারা কখনো এই কাজে সফল হয়নি। এটি কাজে দেয়নি। ভবিষ্যতেও দেবে না।

১৯৯৯ সালে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস ইয়েলেৎসিন পদত্যাগ করলে প্রথমবারের মতো ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন পুতিন। এর পরের বছর ২০০০ সালের মার্চ মাসের নির্বাচনে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০০৪ সালে তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

রাশিয়ার সংবিধান অনুযায়ী, কোনো ব্যক্তি পরপর দুই মেয়াদের বেশি দেশের প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারবে না। এই সাংবিধানিক নিষেধাজ্ঞা এড়াতে ২০০৮ সালে পুতিন রাশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তবে তিনি ২০১২ সালেই তিনি আবারও প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসেন এবং ২০১৮ সালে চতুর্থ মেয়াদে জয়ী হন। আর ২০২৪ সালে তিনি পঞ্চমবারের মতো বিশ্বের অন্যতম শক্তিধর এই দেশের প্রধান হিসেবে নির্বাচিত হলেন। এই জয়ের মাধ্যমে তিনি সাবেক সোভিয়েত নেতা জোসেফ স্তালিনকে ছাড়িয়ে যাবেন। স্তালিন ১৯২৪ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত দীর্ঘ ২৯ বছর সোভিয়েত ইউনিয়নের প্রধান নেতা ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন

বুধবার টানা ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় 

নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে : আমিনুল হক

ঢাকা-১৮ আসনে ধানের শীষের পক্ষে গণমিছিল

জবিতে সংঘর্ষের ঘটনায় ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

হাসারাঙ্গার লড়াই টপকে পাকিস্তানের রোমাঞ্চকর জয়

দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে রশিদ খান

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

নেপাল ও ভারত ম্যাচ সামনে রেখে ঢাকায় সামিত সোম

১০

মানবপাচার মামলা বায়রার নেতাকে গ্রেপ্তারের পর জিম্মায় মুক্তি

১১

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নাইম মাদারীপুর থেকে উদ্ধার

১২

বাংলাদেশে এসেছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী আলেম মুফতি ফজলুর রহমান 

১৩

আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার

১৪

নির্বাচনের পর বিনিয়োগের খরা কাটবে

১৫

মামুন হত্যা / সেই দুই শুটারসহ গ্রেপ্তার ৫, অস্ত্র উদ্ধার 

১৬

হাজার কোটি টাকার খেলাপি ঋণ, চট্টগ্রামের ব্যবসায়ী বশর ও মাসুদের বিরুদ্ধে মামলা

১৭

ইসির ১২ কর্মকর্তাকে বদলি

১৮

রমজানে ১০ পণ্য আমদানি নিয়ে নতুন নির্দেশনা

১৯

১১ বছর পর জামায়াত কর্মীর মরদেহ উত্তোলন

২০
X