ভ্লাদিমির পুতিন প্রায় ২৫ বছর ধরে রাশিয়ার ক্ষমতায়। কখনো প্রধানমন্ত্রী, কখনো বা প্রেসিডেন্ট হিসেবে বিশ্বের সবচেয়ে বড় দেশটির নেতা হিসেবে রয়েছেন তিনি। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটের জয়ে নিজের ক্ষমতা আরও ছয় বছর দীর্ঘায়িত করলেন তিনি। একই সঙ্গে রাশিয়ার ২০০ বছরের বেশি সময়ের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চলেছেন তিনি। খবর তাস ও আলজাজিরার।
রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৯৫ দশমিক ০৮ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এতে পুতিন সর্বোচ্চ ৮৭ দশমিক ৩২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিটোনভ ৪ দশমিক ২৮ শতাংশ এবং নিউ পিপল পার্টির প্রার্থী ভ্লাদিস্লাভ দাভানকভ ৩ দশমিক ৮৫ শতাংশ ভোট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন। এ ছাড়া এলডিপিআরের প্রার্থী লিওনিড স্লুটস্কি তিন শতাংশের মতো ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন।
গত শুক্রবার (১৫ মার্চ) তিন দিনব্যাপী রুশ প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। গতকাল সর্বশেষ দেশটির সবচেয়ে পশ্চিমের বাল্টিক সাগরের তীরবর্তী কালিনিনগ্রাদ অঞ্চলে ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচন শেষ হয়।
নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তাকে নির্বাচিত করায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে ৭১ বছর বয়সী পুতিন বলেন, তারা আমাদের যতই ভয় দেখানোর চেষ্টা করুক, যতই আমাদের ইচ্ছা ও চেতনাকে দমনের চেষ্টা করুক—ইতিহাস বলে তারা কখনো এই কাজে সফল হয়নি। এটি কাজে দেয়নি। ভবিষ্যতেও দেবে না।
১৯৯৯ সালে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস ইয়েলেৎসিন পদত্যাগ করলে প্রথমবারের মতো ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন পুতিন। এর পরের বছর ২০০০ সালের মার্চ মাসের নির্বাচনে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০০৪ সালে তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
রাশিয়ার সংবিধান অনুযায়ী, কোনো ব্যক্তি পরপর দুই মেয়াদের বেশি দেশের প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারবে না। এই সাংবিধানিক নিষেধাজ্ঞা এড়াতে ২০০৮ সালে পুতিন রাশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তবে তিনি ২০১২ সালেই তিনি আবারও প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসেন এবং ২০১৮ সালে চতুর্থ মেয়াদে জয়ী হন। আর ২০২৪ সালে তিনি পঞ্চমবারের মতো বিশ্বের অন্যতম শক্তিধর এই দেশের প্রধান হিসেবে নির্বাচিত হলেন। এই জয়ের মাধ্যমে তিনি সাবেক সোভিয়েত নেতা জোসেফ স্তালিনকে ছাড়িয়ে যাবেন। স্তালিন ১৯২৪ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত দীর্ঘ ২৯ বছর সোভিয়েত ইউনিয়নের প্রধান নেতা ছিলেন।
মন্তব্য করুন