পদত্যাগ করেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার। পদত্যাগের কারণ কিছুটা ব্যক্তিগত এবং রাজনৈতিক। তবে রাজনৈতিক কারণটিই আসল বলে জানান তিনি।
বুধবার (২০ মার্চ) ভারাদকার ঘোষণা দেন যে, তিনি শাসক ফাইন গেল দলের নেতার পদ থেকে পদত্যাগ করছেন। পাশাপাশি উত্তরসূরি চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর দায়িত্বও ত্যাগ করবেন বলেও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী লিও ভারাদকার।
রাজধানী ডাবলিনে সাংবাদিকদের বলেন, আমি ফাইন গেলের সভাপতিত্ব ও নেতৃত্ব থেকে পদত্যাগ করছি। আমার উত্তরসূরি সেই পদটি গ্রহণ করতে সক্ষম হওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী পদ থেকেও পদত্যাগ করব। এটি তার পদত্যাগ করার সঠিক সময় এবং তার এ সিদ্ধান্তের পিছনে কোনো কারণ নেই বলে জানান তিনি।
তিনি বলেন, পদত্যাগের বিষয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তিগত বা রাজনৈতিক পরিকল্পনা নেই।
আসন্ন নির্বাচন নিয়ে তিনি বলেন, আমি বিশ্বাস করি আমার দল আবারও বিজয়ী হবে। সাত বছর কাজ করার পর আমি মোটেও এই দায়িত্বের জন্য সেরা মানুষটি নই আমার মনে হয়েছে।
মন্তব্য করুন