সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ১১:৪০ এএম
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

অপ্রতিরোধ্য পুতিন থামবেন কোথায়?

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

একাত্তর বছর বয়সেও যেন তারুণ্য ধরে রেখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। লড়াই তো দূরে থাক তার চোখে চোখ রেখে কথা বলবে এমন সাধ্য রাশিয়ায় কারও নেই। শুধু রাশিয়াতে নয়, গোটা বিশ্বেই ঘাগু পুতিনের সঙ্গে টক্কর দেওয়ার খুব একটা সাহস দেখান না কেউ। টানা পঞ্চমবারের মতো ক্ষমতায় আসীন হয়ে যেন আরও শক্তিশালী হচ্ছেন রুশ এই লৌহমানব।

১৯৫২ সালের ৭ অক্টোবর পুতিনের জন্ম। আইন বিষয়ে পড়াশোনা করা এ নেতা বিশ্ববিদ্যালয় জীবন শেষ করেই তৎকালীন সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবিতে যোগ দেন। মূলত সাবেক সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবির এজেন্ট হিসেবে কর্মজীন শুরু করেন পুতিন। ১৯৯০ সালে লেলিনগ্রাদের মেয়র হিসেবে রাজনীতিতে পা রাখেন তিনি।

তীক্ষ্ম বুদ্ধিমত্তার কারণে গেল দুই দশক ধরে রাশিয়ার একচ্ছত্র ক্ষমতা পুতিনের হাতে। ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর প্রথম ক্ষমতায় আসেন সাবেক এই গোয়েন্দা প্রধান। এরপর থেকে চার দফা প্রেসিডেন্ট আর একবার ছিলেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ২০০০ সাল থেকে ২০০৮ পর্যন্ত দায়িত্ব পালন করেন প্রেসিডেন্ট হিসেবে। আর ২০০৮ থেকে ১২ সাল পর্যন্ত ছিলেন প্রধানমন্ত্রী। যদিও ক্ষমতার লাগাম ছিল তার হাতেই। আবারও ২০১২ থেকে এখন পর্যন্ত টানা ক্ষমতায় রয়েছেন তিনি।

যদিও রুশ সংবিধান অনুযায়ী আর প্রেসিডেন্ট হওয়ার সুযোগ ছিল না পুতিনের। তবে কীসের কী, নিয়ম-নীতি থোরাই কেয়ার করে সংবিধানই পরিবর্তন করে ফেলেন তিনি।

তবে রাজনৈতিক জীবনে সফল হলেও সংসার জীবনে খুব একটা সোনা ফলাতে পারেননি পুতিন। ২০১৩ সালে পুতিনের সঙ্গে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়। অবসান হয়ে তাদের ৩০ বছরের দাম্পত্য জীবনের। স্ত্রীর অভিযোগ ছিল, পুতিন শুধুই কাজের মধ্যে ডুবে থাকতেন। কাজই ছিল তার নেশা।

পরিবারে তার ছোট মেয়ে মস্কো স্টেট ইউনিভার্সিটির প্রশাসনে উচ্চপদে চাকরি করেন। আর বড় মেয়ে একজন শিক্ষাবিদ। ঘাগু এই রাজনীতিবিদের বাবা একটি কারখানায় কাজ করতেন এবং তার দাদা ছিলেন একজন বাবুর্চি। সেই পরিবার থেকেই আজ বিশ্ব শাসন করছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

৭১ বছর বয়সী সাবেক এই গোয়েন্দা শারীরিকভাবে এখনও দারুণ ফিট। শারীরিক কসরত বা খেলাধুলার জন্য বিভিন্ন সময় হয়েছেন খবরের শিরোনাম। এখনও নিয়মিত জিম করেন জুডোয় ব্ল্যাকবেল্টধারী এই নেতা। পশুপ্রেমী হিসেবেও পরিচিতি রয়েছে পুতিনের। শখ হলেই চলে যান অবকাশযাপনে। নেমে পড়েন মাছ শিকারে।

সবকিছু যেন প্রকাশ্যে করতেই বেশি ভালোবাসেন তিনি। তাইতো ক্যামেরার সামনে কখনও গ্লাইডারে চড়ে আকাশে ছুঁতে চেয়েছেন আবার কখনও সবমেরিনে ডুব দিয়েছেন সাগরের গভীরে। এসব কর্মকাণ্ড পুতিনকে আরও জনপ্রিয় করে তুলেছে বলেও মনে করা হয়।

তবে তার বিরুদ্ধে ক্ষমতায় টিকে থাকতে বিরোধীদের দমনপীড়নের অভিযোগ রয়েছে। এমনকি তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না রুশ নাগরিকরাও। যদিও বরাবরই তা নাকোচ করে আসছে পুতিন সরকার।

সম্প্রতি রুশ-ইউক্রেন যুদ্ধের মধ্যে গুঞ্জন ছড়ায় অসুস্থ হয়ে পড়েছেন পুতিন। তবে এসবকে গুজব বলে উড়িয়ে দিয়েছে মস্কো। বরং সমালোচকদের জবাব দিতে প্রায় প্রতিদিনই গণমাধ্যমের সামনে হাজির হচ্ছেন তিনি। এমনকি সেনাদের মনোবল চাঙ্গা করতে ছুটে যাচ্ছেন যুদ্ধের ময়দানেও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

১১

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

১২

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ

১৩

কোনো কোনো দল বলছে আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি : তারেক রহমান

১৪

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য 

১৫

স্বর্ণের দামে নতুন ইতিহাস, সোমবার থেকে কার্যকর

১৬

ডিবির জালে আটক মাদক সম্রাট স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল

১৭

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই : সালাহউদ্দিন

১৮

পাকিস্তানি সেনাদের সহযোগিতাকারীরা ভোটের জন্য এসেছে : মির্জা ফখরুল

১৯

এবার ক্রিকেটারদের সঙ্গে ‘বৈঠকে’ বসছে পাকিস্তানও, উত্তেজনা তুঙ্গে 

২০
X