কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ১১:৪০ এএম
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

অপ্রতিরোধ্য পুতিন থামবেন কোথায়?

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

একাত্তর বছর বয়সেও যেন তারুণ্য ধরে রেখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। লড়াই তো দূরে থাক তার চোখে চোখ রেখে কথা বলবে এমন সাধ্য রাশিয়ায় কারও নেই। শুধু রাশিয়াতে নয়, গোটা বিশ্বেই ঘাগু পুতিনের সঙ্গে টক্কর দেওয়ার খুব একটা সাহস দেখান না কেউ। টানা পঞ্চমবারের মতো ক্ষমতায় আসীন হয়ে যেন আরও শক্তিশালী হচ্ছেন রুশ এই লৌহমানব।

১৯৫২ সালের ৭ অক্টোবর পুতিনের জন্ম। আইন বিষয়ে পড়াশোনা করা এ নেতা বিশ্ববিদ্যালয় জীবন শেষ করেই তৎকালীন সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবিতে যোগ দেন। মূলত সাবেক সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবির এজেন্ট হিসেবে কর্মজীন শুরু করেন পুতিন। ১৯৯০ সালে লেলিনগ্রাদের মেয়র হিসেবে রাজনীতিতে পা রাখেন তিনি।

তীক্ষ্ম বুদ্ধিমত্তার কারণে গেল দুই দশক ধরে রাশিয়ার একচ্ছত্র ক্ষমতা পুতিনের হাতে। ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর প্রথম ক্ষমতায় আসেন সাবেক এই গোয়েন্দা প্রধান। এরপর থেকে চার দফা প্রেসিডেন্ট আর একবার ছিলেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ২০০০ সাল থেকে ২০০৮ পর্যন্ত দায়িত্ব পালন করেন প্রেসিডেন্ট হিসেবে। আর ২০০৮ থেকে ১২ সাল পর্যন্ত ছিলেন প্রধানমন্ত্রী। যদিও ক্ষমতার লাগাম ছিল তার হাতেই। আবারও ২০১২ থেকে এখন পর্যন্ত টানা ক্ষমতায় রয়েছেন তিনি।

যদিও রুশ সংবিধান অনুযায়ী আর প্রেসিডেন্ট হওয়ার সুযোগ ছিল না পুতিনের। তবে কীসের কী, নিয়ম-নীতি থোরাই কেয়ার করে সংবিধানই পরিবর্তন করে ফেলেন তিনি।

তবে রাজনৈতিক জীবনে সফল হলেও সংসার জীবনে খুব একটা সোনা ফলাতে পারেননি পুতিন। ২০১৩ সালে পুতিনের সঙ্গে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়। অবসান হয়ে তাদের ৩০ বছরের দাম্পত্য জীবনের। স্ত্রীর অভিযোগ ছিল, পুতিন শুধুই কাজের মধ্যে ডুবে থাকতেন। কাজই ছিল তার নেশা।

পরিবারে তার ছোট মেয়ে মস্কো স্টেট ইউনিভার্সিটির প্রশাসনে উচ্চপদে চাকরি করেন। আর বড় মেয়ে একজন শিক্ষাবিদ। ঘাগু এই রাজনীতিবিদের বাবা একটি কারখানায় কাজ করতেন এবং তার দাদা ছিলেন একজন বাবুর্চি। সেই পরিবার থেকেই আজ বিশ্ব শাসন করছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

৭১ বছর বয়সী সাবেক এই গোয়েন্দা শারীরিকভাবে এখনও দারুণ ফিট। শারীরিক কসরত বা খেলাধুলার জন্য বিভিন্ন সময় হয়েছেন খবরের শিরোনাম। এখনও নিয়মিত জিম করেন জুডোয় ব্ল্যাকবেল্টধারী এই নেতা। পশুপ্রেমী হিসেবেও পরিচিতি রয়েছে পুতিনের। শখ হলেই চলে যান অবকাশযাপনে। নেমে পড়েন মাছ শিকারে।

সবকিছু যেন প্রকাশ্যে করতেই বেশি ভালোবাসেন তিনি। তাইতো ক্যামেরার সামনে কখনও গ্লাইডারে চড়ে আকাশে ছুঁতে চেয়েছেন আবার কখনও সবমেরিনে ডুব দিয়েছেন সাগরের গভীরে। এসব কর্মকাণ্ড পুতিনকে আরও জনপ্রিয় করে তুলেছে বলেও মনে করা হয়।

তবে তার বিরুদ্ধে ক্ষমতায় টিকে থাকতে বিরোধীদের দমনপীড়নের অভিযোগ রয়েছে। এমনকি তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না রুশ নাগরিকরাও। যদিও বরাবরই তা নাকোচ করে আসছে পুতিন সরকার।

সম্প্রতি রুশ-ইউক্রেন যুদ্ধের মধ্যে গুঞ্জন ছড়ায় অসুস্থ হয়ে পড়েছেন পুতিন। তবে এসবকে গুজব বলে উড়িয়ে দিয়েছে মস্কো। বরং সমালোচকদের জবাব দিতে প্রায় প্রতিদিনই গণমাধ্যমের সামনে হাজির হচ্ছেন তিনি। এমনকি সেনাদের মনোবল চাঙ্গা করতে ছুটে যাচ্ছেন যুদ্ধের ময়দানেও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির

অসুস্থ নারীকে তালাবদ্ধ করে রাখেন বিআরডিবি কর্মকর্তা

এসএসসিতে উত্তীর্ণ হওয়ায় পিতৃহীন সুরাইয়াকে তারেক রহমানের শুভেচ্ছা

গায়ানায় রাজ সাকিবের, শ্রীলঙ্কায় ভঙ্গুর বাংলাদেশ

শুল্ক আলোচনায় অগ্রগতি / মার্কিন বাণিজ্য প্রতিনিধির সাথে বৈঠক করলেন বাণিজ্য উপদেষ্টা

জবির ভূমিদাতা কিশোরী লালের শততম মৃত্যুবার্ষিকী পালন

শিক্ষকের ওপর হামলা, জবি ছাত্রদল নেতা মাহমুদুলের পদ স্থগিত

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত গ্রেপ্তার

পদ্মা সেতু নির্মাণে মোবাইলে সারচার্জ বন্ধে হাইকোর্টে রিট

মাংসপেশিতে চোট জাকেরের

১০

জবিতে ছাত্রদলের হামলার প্রতিবাদে ৩ দাবিতে বিক্ষোভ

১১

সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদ / দেশে ৩৩০ দিনে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনা আড়াই হাজার

১২

বগুড়ায় আ.লীগ নেতার কারাদণ্ড

১৩

ফিরেই ঝলক, সাকিবের ব্যাটে দুর্দান্ত ফিফটি

১৪

রংপুর ইপিজেড বাস্তবায়ন নিয়ে পাল্টাপাল্টি সমাবেশ

১৫

গায়েবি মামলার আতঙ্কে ২০ গ্রামের মানুষ

১৬

পিআর পদ্ধতি নিয়ে মুখোমুখি অবস্থান উদ্বেগজনক : মামুনুল হক

১৭

সেপটিক ট্যাঙ্ক থেকে মিলল ফায়ার সার্ভিসের গাভি

১৮

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আ স ম রব

১৯

মহড়া চলাকালে মালয়েশিয়ায় পুলিশের হেলিকপ্টার বিধ্বস্ত

২০
X