কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০৯:৩১ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসা নিতে চীন ছুটছেন বাংলাদেশিরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গত বছরের জুলাই-আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশিদের জন্য অধিকাংশ ক্যাটাগরির ভিসা বন্ধ রেখেছে ভারত। শুধু জরুরি চিকিৎসাসেবা নিতে যাওয়া ব্যক্তিদের জন্য সীমিত আকারে প্রদান করা হচ্ছে মেডিকেল ভিসা। তবে বাংলাদেশের পক্ষ থেকে বারবার অনুরোধের পরও ভারতীয় মেডিকেল ভিসা ইস্যুর পরিমাণ বাড়াচ্ছে না ভারত।

বুধবার (১৯ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

রয়টার্স সংশ্লিষ্ট একাধিক সূত্রের উল্লেখ করে জানিয়েছে, বাংলাদেশ মেডিকেল ভিসা প্রদান পুনরায় শুরু করার আবেদন জানালেও কর্মী সংকটের কথা বলে ভারতের পক্ষ থেকে তাতে ‘নারাজি' দেওয়া হয়েছে।

এই শূন্যস্থান পূরণে দ্রুতই এগিয়ে এসেছে চীন। দ্রুত ও সহজে ভিসা দেওয়া এবং বেশ কয়েকটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য নির্ধারণ করে দেওয়ার আলোচনাও করেছে চীন।

রয়টার্সের সঙ্গে কথা বলা এক কূটনীতিক বলেছেন, ‘শূন্যতা তৈরি হলে, অন্যরা সেই স্থান পূরণ করবে। কেউ কেউ থাইল্যান্ড এবং চীন যাচ্ছেন।’

প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির ছয় কর্মীর দাবি, দুই দেশের সম্পর্কের অবনতি এবং কর্মী সংকটের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই সুযোগে জনকূটনীতির এক সুবর্ণ সুযোগ নিচ্ছে চীন।

২০২৩ সালে বাংলাদেশিদের জন্য ভারত সরকারের ইস্যু করা সিংহভাগ ভিসা ছিল চিকিৎসা-সংক্রান্ত। ভারতের তুলনামূলক সাশ্রয়ী চিকিৎসাব্যবস্থা এবং বাংলা ভাষাভাষী হাসপাতাল কর্মীদের কারণে চিকিৎসা নিতে সেখানে বাংলাদেশিদের যাতায়াত বাড়ছিল। ২০২৪ সালের আগস্টের আগে প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার মেডিকেল ভিসা ইস্যু করা হতো, এখন সেখানে হাজারের কম ভিসা দেওয়া হচ্ছে। এই বিষয়ে অবগত এক বাংলাদেশি কর্মকর্তা বলেছেন, কোথাও শূন্যতা সৃষ্টি হলে অন্য কেউ তার সুযোগ নেবেই। এখন ভারতের বদলে অনেকে চীন ও থাইল্যান্ড যাচ্ছে।

ভারত ও বাংলাদেশের সরকারি তথ্যমতে, ২০২৩ সালে বাংলাদেশের জন্য ২০ লাখের বেশি মেডিকেল ভিসা ইস্যু করেছিল ভারত। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে দৃশ্যপটে চীনের উপস্থিতি জোরালো হচ্ছে।

চলতি মাসে কয়েকজন বাংলাদেশি চিকিৎসার জন্য চীনের ইউনান প্রদেশে গেছেন।

এ বিষয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ‘এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশিদের জন্য মেডিকেল ট্যুরিজম পর্যালোচনা শুরুর দ্বার উন্মোচিত হলো।’

ওয়েন আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তত ১৪টি চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে ২৩ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে। গত সাত মাসে তাদের পক্ষ থেকেই সর্বাধিক বিনিয়োগ এসেছে।’

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক দৃঢ় করতে বেইজিং আন্তরিকভাবে চেষ্টা করে যাবে।

সামগ্রিক বিষয় নিয়ে বক্তব্য জানতে ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স। তবে অন্যদিক থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জনগণের অধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে কাজ করছে বিএনপি’

নিউইয়র্কের প্রবাসীদের এনআইডি কার্যক্রমের উদ্বোধন

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ফের জামায়াতের সমালোচনা করলেন হেফাজত আমির

জবি ক্যাম্পাসে ছাত্রদল নেতা হাসিবুলের প্রথম জানাজা সম্পন্ন

গণতন্ত্রে উত্তরণে বিশ্বের সমর্থন পাওয়া গেছে : মির্জা ফখরুল

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

১০

আবারও ইনজুরিতে ইয়ামাল

১১

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

১২

খুলনায় ছেলের হাতে বাবা খুন

১৩

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

১৪

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

১৫

এক গ্রামে ১১ জনের শরীরে মিলল অ্যানথ্রাক্সের উপসর্গ

১৬

থানায় জিডি করলেন সালাউদ্দিন টুকু

১৭

সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু

১৮

সাইফের চোখ বাঁচাতে প্রয়োজন ৩০ লাখ টাকা

১৯

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান

২০
X