কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০৯:৩১ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসা নিতে চীন ছুটছেন বাংলাদেশিরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গত বছরের জুলাই-আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশিদের জন্য অধিকাংশ ক্যাটাগরির ভিসা বন্ধ রেখেছে ভারত। শুধু জরুরি চিকিৎসাসেবা নিতে যাওয়া ব্যক্তিদের জন্য সীমিত আকারে প্রদান করা হচ্ছে মেডিকেল ভিসা। তবে বাংলাদেশের পক্ষ থেকে বারবার অনুরোধের পরও ভারতীয় মেডিকেল ভিসা ইস্যুর পরিমাণ বাড়াচ্ছে না ভারত।

বুধবার (১৯ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

রয়টার্স সংশ্লিষ্ট একাধিক সূত্রের উল্লেখ করে জানিয়েছে, বাংলাদেশ মেডিকেল ভিসা প্রদান পুনরায় শুরু করার আবেদন জানালেও কর্মী সংকটের কথা বলে ভারতের পক্ষ থেকে তাতে ‘নারাজি' দেওয়া হয়েছে।

এই শূন্যস্থান পূরণে দ্রুতই এগিয়ে এসেছে চীন। দ্রুত ও সহজে ভিসা দেওয়া এবং বেশ কয়েকটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য নির্ধারণ করে দেওয়ার আলোচনাও করেছে চীন।

রয়টার্সের সঙ্গে কথা বলা এক কূটনীতিক বলেছেন, ‘শূন্যতা তৈরি হলে, অন্যরা সেই স্থান পূরণ করবে। কেউ কেউ থাইল্যান্ড এবং চীন যাচ্ছেন।’

প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির ছয় কর্মীর দাবি, দুই দেশের সম্পর্কের অবনতি এবং কর্মী সংকটের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই সুযোগে জনকূটনীতির এক সুবর্ণ সুযোগ নিচ্ছে চীন।

২০২৩ সালে বাংলাদেশিদের জন্য ভারত সরকারের ইস্যু করা সিংহভাগ ভিসা ছিল চিকিৎসা-সংক্রান্ত। ভারতের তুলনামূলক সাশ্রয়ী চিকিৎসাব্যবস্থা এবং বাংলা ভাষাভাষী হাসপাতাল কর্মীদের কারণে চিকিৎসা নিতে সেখানে বাংলাদেশিদের যাতায়াত বাড়ছিল। ২০২৪ সালের আগস্টের আগে প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার মেডিকেল ভিসা ইস্যু করা হতো, এখন সেখানে হাজারের কম ভিসা দেওয়া হচ্ছে। এই বিষয়ে অবগত এক বাংলাদেশি কর্মকর্তা বলেছেন, কোথাও শূন্যতা সৃষ্টি হলে অন্য কেউ তার সুযোগ নেবেই। এখন ভারতের বদলে অনেকে চীন ও থাইল্যান্ড যাচ্ছে।

ভারত ও বাংলাদেশের সরকারি তথ্যমতে, ২০২৩ সালে বাংলাদেশের জন্য ২০ লাখের বেশি মেডিকেল ভিসা ইস্যু করেছিল ভারত। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে দৃশ্যপটে চীনের উপস্থিতি জোরালো হচ্ছে।

চলতি মাসে কয়েকজন বাংলাদেশি চিকিৎসার জন্য চীনের ইউনান প্রদেশে গেছেন।

এ বিষয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ‘এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশিদের জন্য মেডিকেল ট্যুরিজম পর্যালোচনা শুরুর দ্বার উন্মোচিত হলো।’

ওয়েন আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তত ১৪টি চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে ২৩ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে। গত সাত মাসে তাদের পক্ষ থেকেই সর্বাধিক বিনিয়োগ এসেছে।’

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক দৃঢ় করতে বেইজিং আন্তরিকভাবে চেষ্টা করে যাবে।

সামগ্রিক বিষয় নিয়ে বক্তব্য জানতে ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স। তবে অন্যদিক থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

০৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত ২০ ছাড়াল, আহত বহু

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশা-যুবরাজ ও কাতার আমিরের শোক

‘সাউথ আরাবিয়া’ নামে বিচ্ছিন্ন রাষ্ট্রের ঘোষণাপত্র প্রকাশ করল এসটিসি ঘনিষ্ঠ গণমাধ্যম

হাদরামাউতে তীব্র সংঘর্ষ চলছে : এসটিসির সামরিক মুখপাত্র

খালেদা জিয়ার কবরে ১২ দলীয় জোটের ফুলেল শ্রদ্ধা

ইয়েমেনের হাদরামাউতে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত

বিমান ভাড়া নিয়ন্ত্রণে অধ্যাদেশ জারি

ফয়েজ আহমদ তৈয়ব-এর ফেসবুক পোস্ট / এনআইআর চালুর পর ক্লোন ফোন নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

১০

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কসবায় দোয়া মাহফিল

১১

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

১২

দেশের মানুষকে ভালো রাখার জন্য আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া : খায়রুল কবির

১৩

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা

১৪

প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত

১৫

শরীয়তপুরে পুড়িয়ে হত্যাচেষ্টা / বাদী হয়ে বাবার মামলা, তৃতীয় দিনেও অধরা দুর্বৃত্তরা

১৬

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’, কনস্টেবল প্রত্যাহার

১৭

‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’, বৈষম্যবিরোধী নেতার হুমকি

১৮

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

১৯

যে কারণে বাতিল হলো হামিদুর রহমান আজাদের মনোনয়ন

২০
X