মেট্রোতে বসার জায়গা নিয়ে দুদল নারীর মধ্যে হাতাহাতি একপর্যায়ে চুলোচুলির ঘটনা ঘটল। এ নিয়ে ইতোমধ্যেই বেশ সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘটনাটি ঘটেছে দিল্লি মেট্রোতে। খবর নিউজ এইটিনের।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দিল্লি মেট্রোর ভেতরে দুদল নারীর সংঘর্ষ রণক্ষেত্রে রূপ নেয়। বসার জায়গা নিয়ে ট্রেনে, বাসে এমন বাগবিতণ্ডা অনেকটা পরিচিত ঘটনা। মেট্রোতেও এমন দৃশ্য ধরা পড়ে। তবে তুলনামূলকভাবে মেট্রোতে এই সংখ্যা অনেকটাই কম। সম্প্রতি দিল্লি মেট্রোর এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, একদল নারী নিজেদের মধ্যে হাতাহাতি, ঠেলাঠেলিতে জড়িয়ে পড়ে। শুধু তাই-ই নয়, তাদের মধ্যে চুলোচুলিও হচ্ছিল। দুপক্ষই নিজেদের শক্তি প্রকাশে মত্ত। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সূত্রপাত হয় বসার জায়গাকে ঘিরে।
প্রথমে বাগবিতণ্ডা দিয়ে ঝামেলা শুরু হয়। ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একটা সময়ে এমন পর্যায়ে পৌঁছায়, দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এমন পরিস্থিতি দেখে সেই ঝামেলা সামলাতে অন্য যাত্রীরা এগিয়ে যান।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই কেউ কেউ মন্তব্য করেছেন, ‘এত নাটক তো ‘বিগবস’ এও হয় না’
Kalesh b/w Some group of girl and woman inside delhi metro over seat issues pic.twitter.com/jvVS5fq5EX — Ghar Ke Kalesh (@gharkekalesh) August 22, 2023
মন্তব্য করুন