উদীয়মান অর্থনীতির জোট জি-২০ এর শীর্ষ সম্মেলন আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষে এরই মধ্যে তোড়জোড় শুরু করে দিয়েছে ভারতীয় সরকার। এসবের মধ্যে বানর ঠেকাতেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দিল্লি নগর কর্তৃপক্ষ।
বিবিসির খবরে বলা হয়েছে, দিল্লিতে অনেক বানর রয়েছে। তবে বানরের উৎপাত থেকে সম্মেলনস্থল নির্বিঘ্ন রাখতে বিভিন্ন এলাকায় লেঙ্গুড় মোতায়েন করা হয়েছে। এ ছাড়া এসব লেঙ্গুড়ের দেখভালের জন্য প্রশিক্ষিত লোকজন নিয়োগের করার পরিকল্পনা রয়েছে।
লেঙ্গুড় বানরের মতোই একধরনের প্রাণী, যারা সাধারণ বানর দেখলে তেড়ে যায়। আর বানরও ওদের বেশ ভয় পায়। নগর কর্তৃপক্ষ আশা করছে, তাদের এমন পদক্ষেপের ফলে সম্মেলনস্থলকে বানরের উৎপাত থেকে মুক্ত রাখা যাবে।
বার্তা সংস্থা পিটিআইকে এক সিনিয়র কর্মকর্তা জানান, বানরের উৎপাতপ্রবণ এলাকায় এসব লেঙ্গুড় মোতায়েন করা হয়েছে।
সতীশ উপাধ্যায় বলেন, লেঙ্গুড়ের শব্দ নকল করতে পারে এমন ৩০ থেকে ৪০ জন মানুষ নিয়োগ দেওয়া হবে। বিদেশি প্রতিনিধিরা অবস্থান করবেন এমন হোটেল এবং বানর দেখা গেছে এমন এলাকায় তাদের নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া খাবারের সন্ধানে যেন শহরের বানর এদিক-সেদিক ঘোরাফেরা না করে সে জন্য তাদের নির্দিষ্ট স্থানে খাবার দেওয়ার ব্যবস্থাও হাতে নিয়েছে কর্তৃপক্ষ।
এর আগেও বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে বানর ঠেকাতে আসল ল্যাঙ্গুর বা তাদের নকল করতে পারে এমন মানুষ নিয়োগ দিয়েছিল দিল্লি কর্তৃপক্ষ।
২০১৪ সালে সংসদ ও রাজধানীর অন্যান্য সরকারি ভবন থেকে বানর তাড়াতে ৪০ জন লোক ভাড়া করেছিল দিল্লি কর্তৃপক্ষ। এসব মানুষ লেঙ্গুড়ের বেশে বানর তাড়াবে, এমনই দায়িত্ব দেওয়া হয়েছিল।
মন্তব্য করুন