কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

দিল্লিতে রেড অ্যালার্ট

প্রখর রোদ থেকে স্বস্তি পেতে ছাতার নিচে নিরাপত্তাকর্মীরা। ছবি: সংগৃহীত
প্রখর রোদ থেকে স্বস্তি পেতে ছাতার নিচে নিরাপত্তাকর্মীরা। ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। বুধবার (১১ জুন) জারি করা এ সতর্কতা শুক্রবারও (১৩ জুন) বহাল থাকবে। এ সময় লোকজনকে জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে যেতে অনুৎসাহিত করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার দেশের বিভিন্ন আবহাওয়া কেন্দ্রে তীব্র তাপপ্রবাহের রেকর্ড করা হয়। বিভিন্ন স্থান থেকে চরমভাবাপন্ন আবহাওয়ার খবর আসতে থাকে। পরিস্থিতি বিবেচনা করে দিল্লিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। এখানে তাপমাত্রা ৪০.৯ থেকে ৪৫.০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছিল।

আর্দ্রতা বিবেচনা করলে গরম অনুভূতি আরও প্রবল। তাপ সূচকে যা উদ্বেগজনকভাবে ৫১.৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।

ওই দিন বিকেল ৫.৩০ মিনিটে আয়নগরে ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস, যা সবচেয়ে উষ্ণ। তারপরে পালামে ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস, রিজে ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস, পিতমপুরায় ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস, লোদি রোডে ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াস, ময়ূর বিহারে ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস এবং শহরের বেস স্টেশন সফদরজংয়ে ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

তাপ সূচক ৫০ অতিক্রম করার বিষয়ে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতার ওপর নির্ভর করে গরমের অনুভূতি ওঠানামা করে। এই মানগুলোর পরিবর্তনের ওপর ভিত্তি করে সারা দিন ধরে তাপ সূচক পরিবর্তিত হয়। তবে ভারতের পরিস্থিতির জন্য তাপ সূচক যাচাই করা হয় না এবং এর কোনো সরকারি রেকর্ডও রক্ষণাবেক্ষণ করা হয় না।

আইএমডি আরও জানিয়েছে, দিল্লি এবং বিচ্ছিন্ন স্থানে তাপপ্রবাহের ভয়াবহ পরিস্থিতি লক্ষ্য করা গেছে। তিনটি স্টেশনে তাপপ্রবাহের জটিল পরিস্থিতির খবর পাওয়া গেছে। তবে আজ কেবল একটি স্টেশন আয়ানগরে এই পরিস্থিতির রেকর্ড করা হয়েছে।

আজ পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার (১৩ জুন) থেকে ধীরে ধীরে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আইএমডি বুলেটিনে বলা হয়েছে, এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি। যার ফলে বৃহস্পতিবার (১২ জুন) পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

ভারতে তাপপ্রবাহের ফলে রেড অ্যালার্ট সর্বোচ্চ স্তরের সতর্কতা। এ সময় বাসিন্দাদের জরুরি পদক্ষেপ নিতে, বেশি বেশি পানি পান, সরাসরি সূর্যের আলো এড়ানো এবং বাইরের চলাচল সীমিত করার নির্দেশনা মানতে উৎসাহিত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রোডাক্ট বিভাগে ইঞ্জিনিয়ার নিয়োগ দিচ্ছে শিক্ষা

চীনের সহযোগিতা বাংলাদেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : ইউজিসি চেয়ারম্যান

ইলিশের উৎপাদন কমার কারণ জানালেন প্রাণিসম্পদ উপদেষ্টা

জকসু নির্বাচন ঘিরে ছাত্রশিবিরের ৫ দফা

ভারতে নির্মিত হচ্ছে ‘পরীমণি’, তবে কে এই পরী?

বক্তব্যের ভুল ধরতে ফজলুর রহমানের আহ্বান

মাত্র ১৪ হাজার টাকা আবেদন ফি-এ মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ

অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় আর নেই

খালেদা জিয়ার সঙ্গে বাবার ছবি দেখিয়ে আফ্রিদির জামিন চাইলেন আইনজীবী

যুক্তরাজ্যে হেলিকপ্টার বিধ্বস্ত

১০

আইনজীবী আলিফ হত্যা মামলায় ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

১১

গাজার হাসপাতালে ইসরায়েলের হামলা, সাংবাদিকদের দেখেই ফেলল বোমা

১২

খুলনার নতুন ডিসি তৌফিকুর রহমান

১৩

চট্টগ্রামে আর এ কে সিরামিক্স ফ্যাক্টরির আউটলেট উদ্বোধন 

১৪

৩৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

১৫

ডাকসু নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করলেন ২১ প্রার্থী

১৬

কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

১৭

জাতীয় পরিচয়পত্র করতে গিয়ে রোহিঙ্গা নারী-পুরুষ আটক

১৮

কাজলকে জুম করে অস্বস্তিকরভাবে ক্যামেরাবন্দি, ক্ষোভ মিনি মাথুরের

১৯

মানবদেহে বিশ্বের প্রথম মাংসখেকো মাছি শনাক্ত

২০
X