সড়কে নির্মাণকাজে অনিয়মের অভিযোগ প্রায় সামনে আসে। তবে এবার এসেছে ভিন্ন ঘটনা। নির্মাণের পর উদ্বোধনের আগেই ভেসে গিয়েছে একটি সড়ক।
বুধবার (৯ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এলাকাটিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে উদ্বোধনের আগেই সড়কটি ভেসে গিয়েছে। রাজস্থানের ঝুনঝুনু জেলার উদয়পুরওয়াতিতে এ ঘটনা ঘটেছে।
রোববার ভোরে টানা বৃষ্টিতে কাটলি নদীর পানি বিপৎসীমার ওপরে উঠে যায় । এ সময় স্রোত তীব্র আকার ধারণ করে। এতে নতুন সড়কের বড় অংশ নদীতে ধসে পড়ে। কাটলি নদীর তীরে বাঘুলি এলাকায় এ ঘটনা ঘটে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝুনঝুনুতে ওইদিন ৮৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। তীব্র স্রোতে সড়কের সঙ্গে একটি বৈদ্যুতিক খুঁটিও নদীতে ভেঙে পড়ে। ঘটনার পর বাঘুলি ও পাশের জাহাজ গ্রামের অসংখ্য মানুষ ছুটে এসে সড়ক ধসের ভিডিও ধারণ করে। এরপর এটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এনডিটিভি জানিয়েছে, মাত্র ছয় মাস আগে সড়কটির নির্মাণকাজ শেষ হয়েছিল। এটি ছিল বাঘুলি ও জাহাজকে এবং ন্যাশনাল হাইওয়ে-৫২-এর সঙ্গে সংযোগ স্থাপনকারী সড়ক। সড়কটি ঝুনঝুনু ও সিকরের দিকে গেছে।
এ ঘটনায় সড়ক নির্মাণের মান নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় জনপথ (পাবলিক ওয়ার্কস) বিভাগের একটি দল তদন্ত শুরু করেছে। সড়কটি পরিদর্শন করে শিগগির তারা প্রতিবেদন দাখিল করবেন।
Video: Newly Built Road Washed Away Before Inauguration In Rajasthan https://t.co/8EKTAOcye5 pic.twitter.com/Lb0GvEsqki — NDTV (@ndtv) July 8, 2025
মন্তব্য করুন