

ভারতের বিহার বিধানসভা নির্বাচনে নীতীশ কুমারের নেতৃত্বে জনতা দল ইউনাইটেড (জেডিইউ) ও বিজেপি মিলিত এনডিএ জোট দাপুটে জয় লাভ করেছে। ২৪৩ সদস্যের বিধানসভায় জোট ২০২টি আসন জিতেছে, যার মধ্যে বিজেপি এককভাবে ৮৯টি আসন অর্জন করে সবচেয়ে বড় দল হিসেবে উঠে এসেছে। বিরোধী মহাজোট আরজেডি, কংগ্রেস ও বামদলগুলোর সমন্বয় উল্লেখযোগ্যভাবে পিছিয়ে পড়েছে।
নীতীশ কুমারের রাজনৈতিক জীবন দীর্ঘ ও ওঠাপড়ার মধ্য দিয়ে গেছে। ১৯৯৫ সালে প্রথমবার বিজেপির সঙ্গে জোট গঠন করেন তিনি। ২০০০ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হলেও কয়েক সপ্তাহের মধ্যেই পদত্যাগ করতে হয়। ২০০৫ সালে তিনি পূর্ণ মেয়াদে মুখ্যমন্ত্রী হন। ২০১৪ সালের আগে প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও তা বাস্তবায়িত হয়নি, ফলে বিজেপি ছাড়েন। এরপর ২০১৭ সালে ফের এনডিএ জোটে যোগ দেন, ২০২২ সালে বিরোধী মহাজোটে যান এবং গত বছরের জানুয়ারিতে পুনরায় বিজেপির সঙ্গে জোট বাঁধেন। এবারের নির্বাচনে তিনি এনডিএ জোটের নেতা হিসেবে দায়িত্ব নিয়ে জোটকে বড় জয়ের দিকে নেতৃত্ব দিয়েছেন।
নীতীশ কুমারের প্রত্যাবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’। নির্বাচনের আগে দুই মাসে এ কর্মসূচির আওতায় প্রায় এক কোটি ২৫ লাখ নারীকে ১০ হাজার রুপি করে সহায়তা দেওয়া হয়। বিশ্লেষকরা মনে করছেন, এই প্রকল্প নীতীশ কুমারের জনপ্রিয়তা বৃদ্ধি এবং নির্বাচনে জয়ের বড় কারণ হয়েছে।
এবারের ফলাফলের পর রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে, নীতীশ কুমার পুনরায় বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। তার নেতৃত্বে এনডিএ জোটের এই সাফল্য ভবিষ্যতে ভারতের রাজনীতিতে তার গুরুত্ব আরও বাড়াবে।
মন্তব্য করুন