

দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো রাওয়ালপিন্ডিতেই। সাড়ে দুই বছরের বেশি সময়, ৮০৭ দিন, টানা ৮৩ ইনিংস—শেষমেশ সেই খরা কাটল বাবর আজমের। সেঞ্চুরিতে ফিরলেন তিনি, আর তার দিনেই দারুণ জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল পাকিস্তান।
শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে ২৮৯ রানের তাড়া করতে নেমে ৮ উইকেটে জিতেছে স্বাগতিকরা। বাবরের অপরাজিত ১০২ রানের ইনিংস পুরো ম্যাচের ছন্দ বদলে দেয়। পাশে ছিলেন ফখর জামান (৭৮) ও মোহাম্মদ রিজওয়ান (৫১*)—যাদের অবদান পাকিস্তানের ব্যাটিং তাণ্ডবকে আরও শক্তিশালী করেছে।
টার্গেট তাড়ায় নামতেই আক্রমণে যায় পাকিস্তান। ফখর ও সাইম আইয়ুব মিলে মাত্র দশ ওভারে তুলেছিলেন ৭৭। ২৫ বলে ৩৩ করা সাইম চামিরার বলে ফিরলেও গতি কমেনি।
দ্বিতীয় উইকেটে ফখর–বাবর জুটি গড়ে তোলে জয়ের ভিত। ৯৩ বলে ৮ চার ও ১ ছক্কায় ৭৮ রানের ইনিংস খেলে ফখর থামেন ঠিক যখন তিনি সেঞ্চুরির পথে ছিলেন। তবে জুটি থামলেও বাবর থামেননি।
২০২৩ সালের আগস্টে নেপালের বিপক্ষে ১৫১—তারপর দীর্ঘ নীরবতা। সাড়ে ২৬ মাসের অপেক্ষা শেষে এদিন ১১৯ বলে ৮ চারের মারে অপরাজিত ১০২ রান করেন তিনি। শান্ত, দৃঢ়, সংযত—পুরোনো বাবরকে মনে করিয়ে দেওয়া ইনিংস।
রিজওয়ানও ছিলেন নির্ভরযোগ্য, ৫৪ বলে ৫ চার ও ১ ছক্কায় গড়া তার ৫১ রানের ইনিংস বাবরের সঙ্গে ১১২ রানের অপরাজিত জুটি গড়ে দলকে পৌঁছে দেয় জয়ের বন্দরে।
এর আগে ব্যাট করে শ্রীলঙ্কা তুলেছিল ২৮৮। জানিথ লিয়ানাগে ৫৪, কামিন্দু মেন্ডিস ৪৪ এবং সাদিরা সামারাবিক্রমা ৪২ রান করেন। পাকিস্তানের বোলিং আক্রমণে হারিস রউফ ও আব্রার আহমেদ ৩টি করে উইকেট শিকার করেন।
প্রথম ওয়ানডেতে ৬ রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে দাপুটে পারফরম্যান্স—এখন সিরিজ ২–০। সামনে রয়েছে ১৬ নভেম্বরের শেষ ওয়ানডে, যেখানে লক্ষ্য হতে পারে হোয়াইটওয়াশ।
মন্তব্য করুন