

বর্তমান বার্সেলোনার অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার ব্রাজিলের রাফিনহা। চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগায় অনবদ্য পারফরম্যান্সের কারণে ব্যালন ডি’অর-এর আলোচনায়ও ছিলেন তিনি। এক সাক্ষাৎকারে রাফিনহা তার দৃষ্টিতে বার্সার ইতিহাসের সেরা পাঁচ ব্রাজিলিয়ান ফুটবলারের নাম প্রকাশ করেন।
বার্সেলোনার ইতিহাসে পছন্দের সেরা পাঁচ ব্রাজিলিয়ান কে, প্রশ্নের জবাবে রাফিনহা জানান, বার্সেলোনায় ব্রাজিলিয়ানদের উপস্থিতি সবসময়ই বিশেষ কিছু। তাই পছন্দের পাঁচজনকে বেছে নেওয়া কঠিন।
নিজের পছন্দের ভিত্তিতে বার্সায় খেলার সেরা পাঁচ ফুটবলার বাছাই করেছেন রাফিনহা। সেই তালিকায় তিনি রেখেছেন নেইমার, রোনালদিনহো, রিভালদো, রোমারিও এবং রোনালদো নাজারিওকে।
সময়ের পরিক্রমায় বার্সার অন্যতম তারকাতে পরিণত হওয়া রাফিনহা এখন অবধি ক্লাবটির জার্সিতে ১৫১ ম্যাচ খেলে ৫৭ গোল করার পাশাপাশি করিয়েছেন ৫৩টি। ক্লাবটির হয়ে জিতেছেন ৫ শিরোপা।
মন্তব্য করুন