মশা মারতে কামান দাগার কথা আমরা সবাই শুনেছি। কিন্তু এবার ইঁদুর মারতে কামান দাগার মতো অবস্থা হয়েছে। রেললাইন ও প্ল্যাটফর্মে ঘুরে বেড়ানো ইঁদুর মারতে খরচ করা হয়েছে ৯২ লাখ টাকা।
ভারতের লখনৌ ডিভিশন রেলস্টেশনের ইঁদুর মারতে এমন আকাশচুম্বী খরচ করা হয়েছে। দেশটির রেল দপ্তর আরটিআই এসব তথ্য জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চন্দ্রশেখর গৌর নামে এক ব্যক্তি তথ্য জানার অধিকার আইনে লখনউ ডিভিশনকে এ বিষয়ে প্রশ্ন করেন। তিনি জানতে চান — ইঁদুর ধরতে রেলের খরচ কত? ইঁদুর রেলের কী ক্ষতি করে? সেই ক্ষতির পরিমাণ কত?
জবাবে রেলের লখনৌ ডিভিশন জানিয়েছে, ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত তারা সব মিলিয়ে ১৬৮টি ইঁদুর ধরেছিল। তাতে তাদের খরচ হয়েছে ৬৯.৫ লাখ রুপি (বাংলাদেশি টাকায় ৯২ লাখ টাকা)। তার মানে এই হিসেব ধরলে ইঁদুর ধরার খরচ মাথাপিছু ভারতীয় মুদ্রায় ৪১ হাজার রুপি তথা ৫৪ হাজার টাকা।
ওই ব্যক্তি একই প্রশ্ন করেন দিল্লি, আম্বালা, মোরাদাবাদ ফিরোজপুর ডিভিশনের কাছে। কিন্তু তারা এর জবাব দিতে পারেনি। এমনকি ইঁদুর রেলের কী ক্ষতি করে এবং সেই ক্ষতির পরিমাণটা ঠিক কত সেটিও স্পষ্ট করতে পারেনি তারা।
তবে এই প্রশ্নে লখনৌ ডিভিশন জানায়, অনেক ক্ষতি করে, যা বলে শেষ করা যাবে না। তাই ক্ষতির পরিমাণটাও হিসেবে কষে বলা মুশকিল।
আম্বালা ডিভিশন জানায়, ২০২০ সালের এপ্রিল মাস থেকে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত তারা ইঁদুর, পোকামাকড়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল। এতে তাদের খরচ হয় ৩৯.৩ লাখ রুপি। তবে তারা কতগুলো ইঁদুর ধরেছে সেটির হিসাব দিতে পারেননি।
এদিকে একটি ইঁদুর মারতে রেলের ৪১ হাজার রুপি খরচ হওয়ার তথ্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের রাজ্যসভার সংসদ সদস্য রণদীপ সিং সুরজেওয়ালা।
মন্তব্য করুন