নেপালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের দিল্লি। শুক্রবার রাতে এ ভূমিকম্প হয় বলে জানা গেছে। রিখটার স্কেলে নেপালে সৃষ্ট ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৪। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, এই শক্তিশালী ভূমিকম্পন অনুভূত হয়েছে দিল্লি ও উত্তর ভারতজুড়ে। শুক্রবার গভীর রাতে দিল্লি-এনসিআরের বাসিন্দারা ভয় পেয়েছিলেন। এক মিনিটেরও বেশি সময় ধরে শক্তিশালী কম্পন স্থায়ী হওয়ায় উঁচু-নিচু সোসাইটির বাসিন্দারা দ্রুত রাস্তায় চলে আসেন।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালে ১০ কিলোমিটার গভীরে।
এদিকে, বিশ্বকাপে নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে এই মুহূর্তে ভারতের দিল্লিতে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সাকিব-মুশফিক-রিয়াদরা সেখানে নিরাপদেই আছেন বলে জানা গেছে।
মন্তব্য করুন