পরকীয়ায় জড়িয়েছেন স্ত্রী। আর সেই খবর জেনেছেন স্বামী। এরপরই বৈদ্যুতিক খাম্বার মাথায় চড়ে বসেছেন স্ত্রী। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাশের গ্রামের এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন তিনি। দীর্ঘ সাত বছর ধরে সম্পর্ক ছিল তাদের। তবে সম্প্রতি বিষয়টি স্বামী জেনে যাওয়ায় স্ত্রী এমন কাণ্ড ঘটান।
#UttarPradesh | Man Busts Wife's Extramarital Affair, She Climbs Electric Pole Read Here: https://t.co/bdbBgeK5vK pic.twitter.com/yUKyh42Gyd
— NDTV (@ndtv) April 4, 2024ভারতের উত্তর প্রদেশের গোরাখপুরে এমন ঘটনা ঘটেছে। ৩৪ বছর বয়সী ওই নারী সংসার জীবনে তিন সন্তানের জননী। অনলাইনে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর বিষয়টি রীতিমতো ভাইরাল হয়ে গেছে।
এনডিটিভি জানিয়েছে, স্ত্রীর পরকীয়ার এ সম্পর্ক ছিল সাত বছরের বেশি ধরে। সম্প্রতি তার দিনমজুর স্বামী বিষয়টি জানতে পারেন। এরপর এ নিয়ে বাদানুবাদে জড়ান তারা দুজনে। একপর্যায়ে স্বামী বাসা থেকে বের হয়ে গেলে তিনি এমন কাণ্ড করে বসেন।
ভিডিওতে দেখা যায়, ওই নারী বৈদ্যুতিক খুঁটির ওপর ঝুলে আছেন। এ সময় নিচে থাকা লোকজন তাকে নামার জন্য বারবার অনুরোধ জানান।
ঘটনার পরপর বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে জানালে পুলিশ ও বিদ্যুৎ বিভাগের লোকেরা সেখানে হাজির হয়। পরে খুঁটিটির বিদ্যুৎ সংযোগ বন্থ করা হয়। এরপর ওই নারীকে নিচে নামিয়ে আনা হয়।
মন্তব্য করুন