কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৪ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় তল্লাশিচৌকিতে ইসরায়েলি সেনাদের ওপর হামলা, দুজনের অবস্থা গুরুতর

হামলার শিকার ইসরায়েলি সামরিক চৌকি। ছবি : সংগৃহীত
হামলার শিকার ইসরায়েলি সামরিক চৌকি। ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলি সেনাদের ওপর হামলা হয়েছে। এ সময় ইসরায়েলের অন্তত আট সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী ও চিকিৎসাকর্মীরা জানান, মঙ্গলবার সকালে গাজার পশ্চিম তীরের উত্তরাঞ্চলে একটি সেনা চেকপয়েন্টে একজন ফিলিস্তিনি বন্দুকধারী অনুপ্রবেশ করে। এ সময় তিনি সেনাদের ওপর অতর্কিত হামলা করেন। এতে ইসরায়েলের অন্তত আট সেনা আহত হয়েছেন। এ সময় পাল্টা হামলায় ওই ফিলিস্তিনি নিহত হন।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের তাইসির চেকপয়েন্টের কাছে ইসরায়েলের একটি সামরিক চৌকিতে এ হামলা চালানো হয়। এটি জর্ডান উপত্যকা থেকে ফিলিস্তিনের এ গ্রাম ও বিভিন্ন শহরে প্রবেশের পথে অবস্থিত।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রাথমিক তদন্ত দেখা গেছে, ওই ফিলিস্তিনি চেকপয়েন্টের একটি সামরিক পোস্টে লুকিয়ে ছিলেন। সেখানে তিনি ভোর ৬টার দিকে সেনাদের ওপর হামলা চালান। সামরিক চৌকির পাশের কম্পাউন্ডে একটি পর্যবেক্ষণ টাওয়ার এবং বেশ কয়েকটি সামরিক কাঠামো রয়েছে। এ সামরিক চৌকিটি ১১ জন সৈন্য এবং একজন কমান্ডার দ্বারা পরিচালিত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীর পরিচয় এখনো জানা যায়নি। তবে তার হাতে একটি এম-১৬ অ্যাসল্ট রাইফেল এবং দুটি ম্যাগাজিন ছিল। এ ছাড়া তার পরনে একটি ট্যাকটিক্যাল ভেস্ট ছিল।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত ৬১ হাজার ৭০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, নতুন পরিসংখ্যানে হাজারো নিখোঁজ ব্যক্তিকে মৃত হিসেবে গণ্য করা হয়েছে।

গাজা উপত্যকার সরকারি তথ্য দপ্তরের প্রধান সালামা মারুফ এক সংবাদ সম্মেলনে জানান, নিহতদের মধ্যে ৭৬ শতাংশের মরদেহ উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে আনা হয়েছে। তবে এখনও অন্তত ১৪ হাজার ২২২ জন ধ্বংসস্তূপের নিচে বা এমন এলাকায় আটকে আছেন, যেখানে উদ্ধারকারীরা পৌঁছাতে পারেননি।

গাজার আল শিফা হাসপাতাল থেকে দেওয়া এক বক্তব্যে মারুফ বলেন, নিহতদের মধ্যে ১৭ হাজার ৮৮১ জন শিশু, যার মধ্যে ২১৪ জন নবজাতক রয়েছে।

মারুফ আরও জানান, ২০ লাখের বেশি ফিলিস্তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন। অনেকে ২৫ বারেরও বেশি স্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। সংঘর্ষে আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৫৮৮ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগের হামলা ও ভাঙচুর

রয়টার্সের এক্সক্লুসিভ / চীনের সঙ্গে ভারতের পানিযুদ্ধের আশঙ্কা

হত্যা মামলার রিমান্ড শুনানিতে আদালতে তৌহিদ আফ্রিদি

ফোন নম্বর ছাড়াই মেসেজ-কল নিয়ে আসছে ইলন মাস্কের নতুন অ্যাপ

রোহিঙ্গাদের জন্য এর বেশি করার সুযোগ বাংলাদেশের নেই : ড. ইউনূস

মাঠ থেকে মুখবাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

মুক্তিযুদ্ধের বিষয়ে আপস করব না : ফজলুর রহমান

কিউবা মিচেল-তপুদের দায়িত্বে ভ্যালেন্সিয়ার সহকারী কোচ

মা হচ্ছেন পরিণীতি চোপড়া, আসছে নতুন অতিথি

১৬ বছর আগে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

১০

কলিজার টুকরা দিয়েও বাঁচানো গেল না স্বামীকে, মারা গেলেন নিজেও

১১

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

১২

গাজীপুরের পুলিশ কমিশনারকে শোকজ নোটিশ দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩

ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ, সেনা মোতায়েন

১৪

কথা রাখেনি প্রেমিকা, অভিমানে গলায় ছুরি চালালেন হাবিবুর 

১৫

তীর্থযাত্রী বহনকারী ট্রলিতে ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ৮

১৬

বাংলাদেশ সফর ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে: ইসহাক দার

১৭

লুট হওয়া ২৫ লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার

১৮

ক্ষমা চেয়ে আবেদন উমামা ফাতেমার

১৯

যেসব লক্ষণে বুঝবেন আপনি লো ব্লাড প্রেশারে ভুগছেন

২০
X