বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় দুর্ঘটনায় ইসরায়েলের দুই সেনা নিহত, আহত ৮

বিধ্বস্ত গাজা ও ইনসেটে নিহত দুই সেনা। ছবি : সংগৃহীত
বিধ্বস্ত গাজা ও ইনসেটে নিহত দুই সেনা। ছবি : সংগৃহীত

গাজায় দুর্ঘটনার কবলে পড়ে ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত আটজন।

বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রাতের বেলায় সেনাবাহিনীর ব্যবহৃত একটি ক্রেন ভেঙে পড়েছে। এ সময় ইসরায়েলের দুই সেনা নিহত এবং আটজন আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ইসরায়েল-গাজা সীমান্তের কাছাকাছি এলাকায় একটি সামরিক চেকপোস্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই সেনা হলেন বেইত হানানের বাসিন্দা শ্রেণির সার্জেন্ট নাদাভ কোহেন এবং ইলাতের বাসিন্দা স্টাফ সার্জেন্ট নাচমান রেফায়েল বেন আমি। তারা দুজনেই গোলানি ব্রিগেডের ৫১তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, অঞ্চল জুড়ে তীব্র বাতাসের কারণে রাতে সামরিক বাহিনী পরিচালিত একটি ক্রেন ভেঙে পড়ে। এ সময় এটি সেনাদের ওপর আছড়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেনটি নজরদারি সরঞ্জাম এবং অ্যান্টেনা সংবলিত একটি প্ল্যাটফর্মের উপরে ছিল। এটি গাজায় যুদ্ধচলাকালে ইসরায়েলি সেনাদের মোবাইল পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হতো। এ ঘটনায় তদন্ত শুরু করেছে আইডিএফ।

এর আগে মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলি সেনাদের ওপর হামলা হয়েছে। এ সময় ইসরায়েলের বেশ কয়েকজন সেনা হতাহত হন। ইসরায়েলি সেনাবাহিনী ও চিকিৎসাকর্মীরা জানান, মঙ্গলবার সকালে গাজার পশ্চিম তীরের উত্তরাঞ্চলে একটি সেনা চেকপয়েন্টে একজন ফিলিস্তিনি বন্দুকধারী অনুপ্রবেশ করে। এ সময় তিনি সেনাদের ওপর অতর্কিত হামলা করেন। এতে ইসরায়েলের অন্তত আট সেনা আহত হয়েছেন। এ সময় পাল্টা হামলায় ওই ফিলিস্তিনি নিহত হন।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের তাইসির চেকপয়েন্টের কাছে ইসরায়েলের একটি সামরিক চৌকিতে এ হামলা চালানো হয়। এটি জর্ডান উপত্যকা থেকে ফিলিস্তিনের এ গ্রাম ও বিভিন্ন শহরে প্রবেশের পথে অবস্থিত।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রাথমিক তদন্ত দেখা গেছে, ওই ফিলিস্তিনি চেকপয়েন্টের একটি সামরিক পোস্টে লুকিয়ে ছিলেন। সেখানে তিনি ভোর ৬টার দিকে সেনাদের ওপর হামলা চালান। সামরিক চৌকির পাশের কম্পাউন্ডে একটি পর্যবেক্ষণ টাওয়ার এবং বেশ কয়েকটি সামরিক কাঠামো রয়েছে। এ সামরিক চৌকিটি ১১ জন সৈন্য এবং একজন কমান্ডার দ্বারা পরিচালিত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীর পরিচয় এখনো জানা যায়নি। তবে তার হাতে একটি এম-১৬ অ্যাসল্ট রাইফেল এবং দুটি ম্যাগাজিন ছিল। এ ছাড়া তার পরনে একটি ট্যাকটিক্যাল ভেস্ট ছিল।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত ৬১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, নতুন পরিসংখ্যানে হাজারো নিখোঁজ ব্যক্তিকে মৃত হিসেবে গণ্য করা হয়েছে।

গাজা উপত্যকার সরকারি তথ্য দপ্তরের প্রধান সালামা মারুফ এক সংবাদ সম্মেলনে জানান, নিহতদের মধ্যে ৭৬ শতাংশের মরদেহ উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে আনা হয়েছে। তবে এখনও অন্তত ১৪ হাজার ২২২ জন ধ্বংসস্তূপের নিচে বা এমন এলাকায় আটকে আছেন, যেখানে উদ্ধারকারীরা পৌঁছাতে পারেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোদমে চলছে ঈদ মিছিলের প্রস্তুতি : আসিফ মাহমুদ

১৫ লাখে সেই উমানাথপুর গ্রামটি বিক্রি

নৈশ প্রহরীরা পেলেন তারেক রহমানের মোবাইল উপহার

এনসিপির ইফতারে আ.লীগ নেতা

ঈদযাত্রায় নৌপথে ডাকাত আতঙ্ক, বাড়তি ভাড়া নিয়ে শঙ্কা

স্বাধীনতা দিবসে বানৌজা শহীদ ফরিদ উন্মুক্ত

দ্বিতীয় স্বাধীনতার বিষয়ে বললেন জামায়াত সেক্রেটারি

প্রতিটি গ্রামগঞ্জে গিয়ে মানুষের সঙ্গে কাজ করতে চাই : সারজিস

ঈদযাত্রা / অনেক প্রস্তুতি থাকলেও গাজীপুরের বিভিন্ন পয়েন্টে ভোগান্তির আশঙ্কা

ভবনসহ ৪ কোটি টাকার সম্পত্তি দখল করলেন ব্যবসায়ী আনোয়ার

১০

জিয়াউর রহমানের ঘোষণাতেই জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল : নীরব

১১

দুর্নীতির স্বর্গরাজ্য গড়েছেন রাজশাহী মাউশির এডি আলমাছ

১২

ইজিবাইক চাপায় শিশুসহ নিহত ২, আহত ৪

১৩

ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি প্রয়াত মুক্তিযোদ্ধা

১৪

৫ আগস্টের টেকনিক ব্যবহার করে তরুণরা নির্বাচনে জিতবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

সংসদের বাইরে সমস্যার কোনো সমাধান নেই : আমির খসরু

১৬

খুলনা জেলা বিএন‌পির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

১৭

ঈদকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছে আওয়ামী লীগ : আবু হানিফ

১৮

কোটি টাকার পাথর লুট, বিএনপির ৩১ জনের নামে মামলা

১৯

কৃষক দল নেতাকে জবাই করে হত্যা

২০
X