কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘের পরমাণু ওয়াচডগকে বহিষ্কারের হুমকি ইরানের

ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

জাতিসংঘের পরমাণু ওয়াচডগের ইনসপেক্টরদের বহিষ্কারের হুমকি দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, দেশের ওপর বাইরের হুমকি অব্যাহত থাকলে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার (আইএইএ) পরিদর্শকদের বহিষ্কার করা হতে পারে।

শুক্রবার ( ১১ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তেহরান জানিয়েছে, দেশের ওপর বাইরের হুমকি অব্যাহত থাকলে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার পরিদর্শকদের বহিষ্কার করা হতে পারে। একইসঙ্গে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ওমানে অনুষ্ঠেয় উচ্চপর্যায়ের আলোচনায় সদিচ্ছা দেখানোর প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাকাঈ শুক্রবার এক বিবৃতিতে বলেন, আমরা সতর্কতা ও সদিচ্ছার সঙ্গে কূটনীতিকে একটি প্রকৃত সুযোগ দিচ্ছি। যুক্তরাষ্ট্রের উচিত এই সিদ্ধান্তের যথাযথ মূল্যায়ন করা, যদিও তারা এখনো শত্রুতা দেখাচ্ছে।

শনিবার ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগেই ইরান এমন মন্তব্য করেছে।

সম্প্রতি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ‘সর্বোচ্চ চাপ’ নীতি প্রয়োগের ঘোষণা দেন। বুধবার তিনি বলেন, আলোচনায় ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিশ্চিতভাবেই নেওয়া হতে পারে এবং এই পদক্ষেপে ইসরায়েল নেতৃত্ব দেবে।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি বৃহস্পতিবার বলেন, বাইরের হুমকি ও সামরিক আগ্রাসনের সম্ভাবনার কারণে পারমাণবিক পর্যবেক্ষকদের বহিষ্কার ও সহযোগিতা বন্ধের মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

তিনি আরও বলেন, আমরা আমাদের সমৃদ্ধ ইউরেনিয়াম আরও সুরক্ষিত স্থানে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করছি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, এই ধরনের হুমকি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির দাবির সঙ্গে সাংঘর্ষিক। তিনি সতর্ক করেন, এই পদক্ষেপ ইরানের জন্য একটি গুরুতর ভুল হিসেব হতে পারে।

তিনি আরও যোগ করেন, এই বৈঠক একটি বিচ্ছিন্ন উদ্যোগ, কোনো বৃহত্তর কাঠামোর অংশ নয়। এটি কেবল নির্ধারণ করার জন্য যে ইরান আসলেই আলোচনায় আগ্রহী কিনা।

এদিকে, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি ও তেলের নেটওয়ার্ককে কেন্দ্র করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সময়ে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইয়েমেনে বোমাবর্ষণ কার্যক্রমের পাশাপাশি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় ছয়টি বি-২ বোমারু বিমান মোতায়েন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পিপিপি ডিভিশনাল কনফারেন্স চট্টগ্রাম ২০২৫’ অনুষ্ঠিত

৫ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার 

চিন্ময় দাসের জামিন 

জেলে থেকেও অস্ত্র মামলায় আসামি স্বেচ্ছাসেবক দল নেতা

অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ৭০ ঘর পেলেন কুমিল্লার বন্যা দুর্গতরা

সাকিবকে টপকে টেস্টে অনন্য কীর্তি মিরাজের

আদালত অবমাননার অভিযোগে হাসিনাসহ দুজনকে কারণ দর্শানোর নির্দেশ

ভারতে চিকিৎসা না পেয়ে দেশে ফেরা শিশুদের পাশে পাকিস্তান সরকার

কর্ণফুলী নদী থেকে ক্ষুদে ক্রিকেটারের মরদেহ উদ্ধার

১০

গাজীপুরে দুই কারখানা বন্ধ ঘোষণা

১১

মিনিস্টার ফ্রিজ কিনুন হাম্বা জিতুন সিজন-০২

১২

পাকিস্তানের ধাওয়া খেয়ে পালাল ভারতের যুদ্ধবিমান

১৩

বাজারে কবে আসবে সাতক্ষীরার আম

১৪

ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ছাড়ছেন শত শত পাকিস্তানি

১৫

সাদমানের পর মিরাজের শতকে বাংলাদেশের ২১৭ রানের লিড

১৬

আদালতে পুলিশকে ফাঁকি দিয়ে পালানো সেই ইকবাল গ্রেপ্তার

১৭

কর্মবিরতি ও উচ্ছৃঙ্খলতার অভিযোগে দুই কারখানা বন্ধ

১৮

হঠাৎ আকাশে উঠল পদ্মার পানি, ভিডিও ভাইরাল

১৯

বিএসইসির ২২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত  

২০
X