কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনে জড়ো হচ্ছে হাজার হাজার সৈন্য

ইয়েমেনের হুথি যোদ্ধারা। ছবি : সংগৃহীত
ইয়েমেনের হুথি যোদ্ধারা। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে লড়ে যাচ্ছে ইয়েমেনের হুতিরা। এজন্য আমেরিকা-ইসরায়েলের তোপের মুখে পড়েছে গোষ্ঠীটি। হুতিরা ইয়েমেনের বিদ্রোহী শক্তি হিসেবে পরিচিত। তাদের দমন করতে ইয়েমেনের বিভিন্ন টার্গেটে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েল ও আমেরিকা। প্রতিবেশী সৌদি আরবের সঙ্গেও তাদের সম্পর্ক ভালো নয়। তবে এবার খবর প্রকাশিত হয়েছে, বিদ্রোহীদের উৎখাতে জড়ো হচ্ছে ৮০ হাজার সেনা।

ইয়েমেন ভিত্তিক ইংরেজি ভাষার সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে, বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। আর এই অভিযান ঘিরে জড়ো হচ্ছে প্রায় ৮০ হাজার সেনা।

প্রতিবেদনে বলা হয়, তাদের প্রাথমিক লক্ষ্য গুরুত্বপূর্ণ হোদেইদাহ বন্দর বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করা। ২০২১ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের হাতছাড়া হয় এই বন্দর। যদিও ব্যাপক পরিসরের এই অভিযানে আমেরিকার সাহায্য পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কবে এই অভিযান শুরু হবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে বিশেষজ্ঞদের বিশ্বাস, শিগগিরই এমন অভিযান শুরু হবে।

বিশেষজ্ঞরা বলছেন, গেল মার্চ থেকে যুক্তরাষ্ট্র ইয়েমেনে নতুন করে বিমান হামলা শুরু করে। এরপরই ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হোদেইদাহ পুনর্দখলের পরিকল্পনা হাতে নেয়। বন্দরনগরীতে মার্কিন হামলায় বিদ্রোহীদের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা নিহত হয় বলে খবর বেরোয়। এতে করে গ্রুপটি দুর্বল হয়ে পড়েছে। এমতাবস্থায় প্রায় ৮০ হাজার সৈন্য জড়ো করে বন্দর নগরীর দিকে যাওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।

শুধু হোদেইদাহ বন্দরই নয় এই অভিযান পরিচালনা করা হবে ফিফথ ডিস্ট্রিক্ট নামে পরিচিত পশ্চিমাঞ্চলীয় ইয়েমেন ও দক্ষিণাঞ্চলীয় তেইজ প্রদেশেও। বলা হচ্ছে, হোদেইদাহ দখল হবে রাজধানী সানা অভিমুখে মার্চ করার আগের গ্রাউন্ডওয়ার্ক। ২০১৪ সাল থেকে সানা দখল করে রেখেছে বিদ্রোহীরা। এরপর থেকেই গৃহযুদ্ধ চলছে দেশটিতে। পরবর্তীতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারের সমর্থনে যুদ্ধাভিযান শুরু করে সৌদি আরব।

২০২৩ সাল থেকে বিদ্রোহীরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালিয়ে আসছে। গ্রুপটির দাবি, গাজার জনগণের প্রতি সংহতি জানিয়েই এমন কর্মকাণ্ড পরিচালনা করছে তারা। মাঝে কিছুটা সময় হামলায় বিরতি দিয়েছিল বিদ্রোহীরা। তবে গেল মার্চে ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় ফের হামলা শুরু করে। এরপর ইয়েমেনের বিদ্রোহীরাও সাগরে ফের হামলা শুরুর ঘোষণা দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তেজনার মাঝেই ভারতে আম্পায়ারের ভূমিকায় বাংলাদেশের শরফুদ্দৌলা

জামায়াতের সঙ্গে মার্কিন কূটনীতিকদের বৈঠক

এসআইসিআইপির আওতায় কমিউনিটি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে অংশীদারিত্ব চুক্তি

দুই দিন পর পরিচয় মিলল নদ থেকে উদ্ধার মরদেহের

২০২৬ বিশ্বকাপ : আর্জেন্টিনা স্কোয়াডে জায়গা নিশ্চিত যাদের

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি আখতার হোসেনের

শরীরে দুর্গন্ধ? জেনে নিন কারণ, ঝুঁকি ও প্রতিকার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে চরম শায়েস্তার হুঁশিয়ারি ইরানের

ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের অপেক্ষা ঘুচবে কবে?

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৭, হারালেন ৭ জন

১০

চীন ও বাংলাদেশকে নজরে রাখতে ভারতের নতুন পদক্ষেপ

১১

অন্তঃসত্ত্বা নারীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

১২

ফিল্ড ফ্যাসিলিটেটর পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক

১৩

মুক্তি পেল ‘রঙবাজার’-এর ট্রেলার

১৪

স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার কারণ জানালেন ডিবি প্রধান

১৫

কেয়া পায়েল-খায়রুল বাসারকে ঘিরে জল্পনা

১৬

মেমোরি চিপের সংকটে দেশে স্মার্টফোনের দাম ১০-২৫ শতাংশ বেড়েছে 

১৭

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইসির বৈঠক অনুষ্ঠিত

১৮

পল্লবীতে শহীদ মিরাজ ও শুভর পরিবারের পাশে আমিনুল হক

১৯

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ, শতাধিক কর্মকর্তাকে হত্যা

২০
X