ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে গত মার্চের মাঝামাঝি থেকে পরিচালিত সামরিক অভিযানে এক হাজারটি বিমান হামলায় বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এ অভিযানের অংশ হিসেবে মার্কিন বাহিনী হুতি নিয়ন্ত্রিত বিভিন্ন সামরিক স্থাপনা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, রাডার ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালায়। খবর শাফাক নিউজের।
এই অভিযানে বেসামরিক প্রাণহানির ঘটনা ঘটেছে। হুতি বিদ্রোহীরা দাবি করেছে যে, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ২১৭ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৩৬ জন আহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
এপ্রিলে সাদা প্রদেশে আফ্রিকান অভিবাসীদের একটি আটক কেন্দ্রে বিমান হামলা চালানো হয়, যেখানে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন।
মূলত হুতি বিদ্রোহীদের দ্বারা লোহিত সাগর ও আশেপাশের অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিক্রিয়ায় মার্কিন হামলা শুরু হয়।
জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা এ হামলাগুলোর মানবিক প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
মন্তব্য করুন