কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০৬:৪৩ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৫, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ভাড়াটে সেনাদের গুলি, নিহত ১৩

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা ও ওয়াদি গাজা সেতুর কাছে দুটি মার্কিন ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবারের আশায় জড়ো হওয়া জনতার ওপর ইসরায়েলি বাহিনী ও যুক্তরাষ্ট্রের ভাড়াটে সেনারা গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত ১৩ জন নিহত এবং ১৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।

স্থানীয় সময় রোববার (০৮ জুন) ভোরে ঘটে যাওয়া এই হামলাকে সাম্প্রতিক সময়ের ‘সর্বশেষ বেসামরিক গণহত্যা’ হিসেবে অভিহিত করেছে গাজার কর্তৃপক্ষ।

তারা বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তত্ত্বাবধানে পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর বিতর্কিত ত্রাণকেন্দ্রগুলোতে এমন ঘটনা বারবার ঘটছে। এর আগেও এসব কেন্দ্রে ১৩০ জন নিহত এবং ৭০০ জনের বেশি আহত হয়েছেন। এখনও নিখোঁজ অন্তত ৯ জন।

গাজার গণমাধ্যম দপ্তর এই কেন্দ্রগুলোকে ‘মানব কসাইখানা’ আখ্যা দিয়ে বলেছে, এখানে ক্ষুধার্ত মানুষদের ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। তারা ঘটনাটিকে ‘যুদ্ধাপরাধ’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’ বলে অভিহিত করে আন্তর্জাতিক তদন্ত ও বিতর্কিত ত্রাণ কার্যক্রম স্থগিতের আহ্বান জানিয়েছে।

রোববারের ঘটনার বর্ণনায় প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় ভোর ৪টা থেকেই রাফার আল-আলাম এলাকায় শত শত মানুষ খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। ভোর ৬টার পরপরই তারা কিছুটা এগোতেই হঠাৎ গুলি শুরু হয়।

প্রত্যক্ষদর্শী আবদাল্লাহ নুর আল দ্বীন বলেন, ঘণ্টা দেড়েক অপেক্ষার পর আমরা একটু এগোতেই সেনারা গুলি চালায়। আহত আদহাম দাহমান বলেন, এটা আমাদের জন্য সাহায্য নয়, এটা ফাঁদ। তিনি জানান, সেনারা ট্যাংক থেকে গুলি ছুড়েছে।

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, ঘটনাস্থলটি রাতের জন্য ‘সক্রিয় যুদ্ধক্ষেত্র’ হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে হামলা হয়েছে সূর্য ওঠার পর।

আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা এমএসএফ জানিয়েছে, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় তাদের ক্লিনিকে ১৩ জন আহত এবং একজনের মরদেহ আনা হয়। আহতরা সৌদি গ্রামে খাবার সংগ্রহে যাচ্ছিলেন। তাদের মধ্যে অনেককে গাধার গাড়ি, সাইকেল বা হেঁটে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের বাইরে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, স্বজনরা রক্তমাখা কাপড়ে মোড়ানো মরদেহ জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন।

জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রানচেসকা আলবানিজ বলেছেন, জিএইচএফ কার্যক্রম মানবিকতার মুখোশে গণহত্যার কৌশল। তিনি এই হত্যাকাণ্ডের জন্য ‘বিশ্বের নৈতিক ও রাজনৈতিক ব্যর্থতাকে’ দায়ী করেন।

আল জাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ বলেন, জিএইচএফ-এর বিতরণ ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ। আজকের হামলা সেটিই প্রমাণ করে। উত্তরের মানুষদের অবস্থা আরও করুণ- তারা দিনভর খাবার খোঁজে, কিন্তু খালি হাতে, ক্ষুধা ও ক্লান্তি নিয়ে বাড়ি ফেরে।

তবে জিএইচএফের একজন কর্মকর্তা দাবি করেছেন, রোববার তাদের তিনটি কেন্দ্রে ত্রাণ বিতরণ সফলভাবে হয়েছে, কোনো সহিংসতা হয়নি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫৪ হাজার ৮৮০ জন নিহত এবং ১ লাখ ২৬ হাজারেরও বেশি আহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা দূতাবাস কর্মকর্তার সঙ্গে চৌদ্দগ্রাম জামায়াত নেতাদের মতবিনিময়

নুরুদ্দিন আহম্মেদ অপুর সঙ্গে সেলফি তুলতে মুখিয়ে যুবসমাজ

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণ পাওয়া গেছে

শুভর বুকে ঐশী, প্রেম নাকি সিনেমার প্রচারণা?

৭০৮ সরকারি কলেজকে চার ক্যাটাগরিতে ভাগ

ইউএস বাংলার সাময়িকীর কনটেন্ট তৈরি করবে অ্যানেক্স কমিউনিকেশনস

সাদিয়া আয়মানের সমুদ্র বিলাশ

পৌরসভার পরিত্যক্ত ভবনে মিলল নারীর মরদেহ 

কড়াইলের আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ জানাল ফায়ার সার্ভিস

প্রশাসনের ৭ কর্মকর্তার পদোন্নতি

১০

যুক্তরাষ্ট্রে যোগাযোগ ও মিডিয়া কনফারেন্সে জুলাই অভ্যুত্থান নিয়ে আলোচনা

১১

এবার জুবিনের মৃত্যু নিয়ে উত্তাল বিধানসভা

১২

‘সুখবর’ পেলেন বিএনপির আরেক নেত্রী

১৩

বাজার থেকে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক

১৪

দারিদ্র্যসীমা নিয়ে বাংলাদেশকে দুঃসংবাদ দিল বিশ্বব্যাংক

১৫

সাড়ে ৪ ঘণ্টায়ও নেভেনি কড়াইল বস্তির আগুন, পুড়ল শতাধিক ঘর

১৬

ভুলেও এআই চ্যাটবটকে এই ১০ তথ্য দেবেন না

১৭

হাসপাতালে ঢুকে পড়ল সাপ, অতঃপর...

১৮

উত্তপ্ত যবিপ্রবি, স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

১৯

সাতক্ষীরায় বিএনপির তিন গ্রুপের দ্বন্দ্ব, নেতাকর্মীদের আস্থায় রহমতুল্লাহ পলাশ

২০
X