ইয়েমেনের হুথি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়িকে হত্যা করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন। আহমেদ ইরান-সমর্থিত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক হামলায় তিনি জড়িত বলে অভিযোগ উঠেছে।
ইয়েমেনের আল-জুমহুরিয়া চ্যানেল এবং আদেন আল-গাদ সংবাদপত্র জানিয়েছে, হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়ি একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। পরবর্তীতে তার বেশ কয়েকজন সঙ্গীও নিহত হয়েছেন বলে জানা গেছে।
ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে দ্য টাইমস অব ইসরায়েল জোর দিয়ে এ খবর প্রকাশ করেছে।
বৃহস্পতিবার আলাদা কয়েকটি হামলা হয়েছে। ১০ জ্যেষ্ঠ হুথি মন্ত্রীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তারা গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল-হুথির বক্তৃতা শুনতে রাজধানীর বাইরে একটি স্থানে জড়ো হয়েছিলেন। সে সমাবেশ লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা হয়।
সেই হামলার ফলাফল এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। যদিও ইসরায়েলের চ্যানেল-১৩ নিউজ বৃহস্পতিবার রাজনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে দাবি করেছে, মনে হচ্ছে আক্রমণটি সফল হয়েছে। ওয়াইনেট জানিয়েছে, হামলায় হুথিদের পুরো সামরিক ও সরকারি অভিজাতদের নিশ্চিহ্ন করার আশঙ্কা ক্রমশ বাড়ছে।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা সমাবেশের রিয়েল-টাইম বিবরণ সরবরাহ করেছে। তাদের রিপোর্টে বলা হয়েছে, এলাকায় ভারী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইসরায়েলি হামলা সফল হয়।
আল-হুথি যখন তার ভাষণ দিচ্ছিলেন তখন ইসরায়েল এটি পর্যবেক্ষণ করেছে বলে জানা গেছে। তবে আল-হুথি নেতাদের সচেতন থাকার কোনো ইঙ্গিত দেননি। হুথি কর্মকর্তাদের লক্ষ্যবস্তুতে ছিলেন হুথিদের প্রতিরক্ষামন্ত্রী এবং সামরিক প্রধানও। তাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো নিশ্চিত করেনি ইসরায়েলি সামরিক বাহিনী।
মন্তব্য করুন