চীন সফরে গিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। দুই দশকের মধ্যে প্রথমবারের মতো চীন সফরে গেলেন তিনি। এর আগে ২০০৪ সালে দেশটিতে সফরে গিয়েছিলেন বাশার। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পূর্বাঞ্চলীয় শহর হ্যাংজুতে পৌঁছেছেন তিনি। এ সফরে সংঘাতের কারণে কূটনৈতিকভাবে একঘোরে হয়ে পড়া অবস্থা থেকে মুক্তি চাইতে পারে দেশটি। কেননা পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞায় রয়েছে সিরিয়া।
২০১১ সাল থেকে সিরিয়ায় সংঘাত চলছে। এ সংঘাতে দেশটির অন্তত পাঁচ লাখ লোক নিহত হয়েছেন। এমন পরিস্থিতির মধ্যে এটিই তার প্রথম বিদেশ সফর। তার এ সফরের সময় বিমানটি অবতরণ করলে কুয়াশা দিয়ে একটি রহস্যময় পরিবেশ তৈরি করে ফেলা হয়।
সিরিয়ার এ নেতা সফরে অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে শনিবার এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়া শুক্রবার তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া শনি ও রবিবার বেইজিংয়ে বিভিন্ন বৈঠকে অংশ নেবেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লন্ডনের চ্যাথাম হাউসের একজন পরামর্শক ফেলো হেইদ হেইদ লিখেছেন, সফরে বাশার সিরিয়াকে পুনর্গঠনে সহায়তার জন্য চেষ্টা করার বিষয়ে মনোনিবেশ করা হবে বলে আশা করা হচ্ছে।
সিরিয়া ২০২২ সালে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রজেক্টে যোগ দেয়। এটি আঞ্চলিক প্রভাবের বিনিময়ে উন্নয়নশীল দেশগুলোতে অবকাঠামো তহবিলের ব্যবস্থা করে। যদিও সিরিয়ায় এ প্রকল্পের আওতায় তহবিলের বাস্তবায়ন হয়নি।
পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা বিভিন্ন ব্যক্তিদের মধ্যে আসাদই সবশেষ চীন সফর করছেন। এর আগে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পাশাপাশি রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা এ বছর চীন সফর করছেন।
মন্তব্য করুন