বৃষ্টি থেকে বাঁচতে দৌড়ে একটি দোকানে ঢুকে পড়েন এক নারী। সেখানে দাঁড়িয়ে সময় কাটাতে হঠাৎ করেই কিনে ফেললেন একটি লটারির স্ক্র্যাচ কার্ড। আর সেটিই ঘুরিয়ে দিয়েছে তার ভাগ্যের চাকা। স্ক্র্যাচ কার্ড ঘষতেই দেখলেন ১০ লাখ ইউয়ানের পুরস্কার কার্ড তার হাতে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৭০ লাখ টাকার সমান।
ঘটনাটি ঘটেছে গত ৮ আগস্ট, দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান প্রদেশের ইউশি শহরে। স্থানীয় একটি লটারির দোকানে ঢুকে ওই নারী দোকান মালিককে হেসে বলেছিলেন, ‘যেহেতু বৃষ্টিতে আটকা পড়েছি, তাহলে একটু খেলা যাক। আপনাদের কাছে স্ক্র্যাচ কার্ড আছে?’
এই স্ক্র্যাচ কার্ডের বিশেষত্ব হলো—কোনো সাপ্তাহিক বা দৈনিক ড্রয়ের জন্য অপেক্ষা করতে হয় না, সঙ্গে সঙ্গেই জানা যায় ফলাফল। সেদিন ওই নারী প্রায় ৯০০ ইউয়ান (১২৫ ডলার) খরচ করে একটি পূর্ণ বুকলেট কিনেছিলেন, যাতে ছিল ৩০টি টিকিট। অবিশ্বাস্য হলেও ষষ্ঠ টিকিটেই উঠে আসে ১০ লাখ ইউয়ানের বিশাল পুরস্কার।
লটারিতে জয়ী হওয়ার মুহূর্তের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমার হাত-পা কাঁপছিল। কখনো ভাবিনি এমন কিছু সম্ভব।’ দোকানমালিক নিশ্চিত করেছেন, লটারির নিয়ম মেনেই অর্থ যাচাই ও অনুমোদন করা হয়েছে।
পুরস্কার হাতে পাওয়ার পর কৃতজ্ঞতা জানাতে ওই নারী দোকানমালিককে একটি নগদ অর্থভর্তি লাল খাম এবং একটি রেশমি ব্যানার উপহার দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে একটি পোস্ট করেন তিনি।
তার ভাষায়, ‘আমি প্রায়ই দেখি লোকজন কয়েক কোটি ইউয়ান জিতে নেয়। তার তুলনায় আমারটা খুব বড় কিছু নয়। তাই বিষয়টি নিয়ে বেশি শোরগোল না করে কাজে ফিরে গিয়েছি।’
এ ঘটনাটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। কেউ বলেছেন, এটি চীনা প্রবাদ ‘পানি মানেই সৌভাগ্য’-এর বাস্তব উদাহরণ। আবার কেউ মজা করে লিখেছেন, ‘যদি বৃষ্টি সত্যিই সৌভাগ্য বয়ে আনে, তবে পরেরবার বৃষ্টি নামলেই আমিও লটারির দোকানে ছুটব।’
মন্তব্য করুন