কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৫:১৭ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বানের পানির মতো ইসরায়েলি সৈন্য ঢুকছে ফিলিস্তিনে

ফাইল ছবি।
ফাইল ছবি।

হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে ফিলিস্তিন ও ইসরায়েলের সীমান্ত। শনিবার সকাল থেকেই দুই পক্ষের মধ্যে সশস্ত্র সংঘাত ছড়িয়ে পড়ে। এরই মধ্যে ইসরায়েলে ঢুকে হামলা চালিয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাস। গেল কয়েক মাস ধরে ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত অভিযানের জবাবে এই হামলা চালানো হচ্ছে বলে দাবি সংগঠনটির। অন্যদিকে পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনীও। স্থানীয় সময় শনিবার সকালে গাজা থেকে বেশ কয়েকটি রকেট ছোড়া হলে এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এর মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। সংগঠনটির সশস্ত্র শাখা আল-ক্বাসাম ব্রিগেডের নেতা মোহাম্মদ দায়েফ বলেছেন, ‘যথেষ্ট হয়েছে, আর নয়। আমরা ফিলিস্তিনিদের রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আমরা এরই মধ্যে ইসরায়েলের ভূখণ্ডে ৫ হাজার রকেট হামলা চালিয়েছি।’ ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা উপত্যকা থেকে বেশ কয়েকজন ফিলিস্তিনি হামাস যোদ্ধা ইসরায়েলে প্রবেশ করে হামলা চালায়। এ সময় কঠোর প্রতিরোধের ঘোষণা দিয়ে দেশজুড়ে যুদ্ধাবস্থা জারির ঘোষণা দেয় তারা। সেনাবাহিনীর মুখপাত্র জানায়, হামলার জন্য হামাসকে কঠিন মূল্য দিতে হবে। এরপরই অপারেশন আয়রন সোর্ড নামে পাল্টা অভিযানে নামে তারা। এমনকি গাজা উপত্যকাজুড়ে বিমান হামলাও শুরু করে ইসরায়েলি বিমানবাহিনী। অন্যদিকে স্বাধীনতাকামী সংগঠনটিও গাজা উপত্যকাজুড়ে যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করে। আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানায়, স্থানীয় গণমাধ্যমকে ইসরায়েলি সেনা মুখপাত্র দানিয়েল হাগারি বলেছেন, নির্দিষ্ট কিছু জায়গায় ইসরায়েলি সৈন্যরা জমায়েত করছে। তিনি আরও জানান, সৈন্যরা দক্ষিণ দিক থেকে বানের পানির মতো ঢুকছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, হামাসের যোদ্ধারা ইসরায়েলের সেদরোত শহরের একটি থানার নিয়ন্ত্রণ নিয়েছে এবং এতে বেশ কয়েকজন আহত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি সামরিক বাহন জব্দ করে তা গাজার দিকে নিয়ে যাচ্ছে। এ ছাড়াও প্রায় ৪০ জনের মতো ইসরায়েলি সেনাসদস্যকেও গ্রেপ্তার করেছে ফিলিস্তিনি যোদ্ধারা। এই অভিযানে হামাসের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের আরেক স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদ। গাজার স্বাধীনতাকামী সংগঠনের ওই হামলায় এখন পর্যন্ত অন্তত ১৫ ইসরায়েলি নাগরিক আহত ও ৪ জন নিহত হয়েছে বলে জানায় তেলআবিব। ইসরায়েলের জরুরি সহায়তা পরিষেবা জানায়, হামলায় আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর, ছয়জন মাঝারি এবং বাকি সাতজন সামান্য আহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি হামলায় গাজায় দুজন নিহতের খবর পাওয়া গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ কোরিয়ার জালে ব্রাজিলের গোলবন্যা

বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী তৃষা

আইফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার জন্য দায়ী যে অ্যাপ

লিবিয়া থেকে দে‌শে ফিরলেন আরও ৩০৯ বাংলাদেশি

চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা, হতে পারে বন্যাও

জামায়াতের মনোনয়ন পেলেন তুরস্কফেরত ড. হাফিজ

এশিয়া কাপ ট্রফি তালাবদ্ধ করে রেখেছেন নকভি, কারও ছোঁয়াও নিষেধ

অভিনয়-নির্মাণে ব্যস্ত পলাশ

কত বয়সে শুরু করবেন কোলেস্টেরল টেস্ট? চিকিৎসক যা বলছেন

অবৈধ পার্কিংয়ে বাসচালককে জরিমানা, পুলিশ সদস্যের ওপর হামলা

১০

পাল্টে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের সময়

১১

১৭ জেলায় রাতে ঝড়ের আভাস

১২

ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

১৩

দিল্লিতে বসে হাসিনার অপরাজনীতি চলবে না : রাশেদ প্রধান

১৪

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন শহিদুল আলম

১৫

এরদোয়ানের সবুজ সংকেত, গাজা মিশনের জন্য প্রস্তুত তুর্কি সেনা

১৬

শাহবাগের তিন জায়গায় ৩ জনের মরদেহ

১৭

মিয়ানমারে আবারও সংঘাত, সীমান্তে গোলাগুলি

১৮

এক রাতে ছয়টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

১৯

এবার ইসরায়েলে মোতায়েন হবে মার্কিন সেনা

২০
X