ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলার সমালোচনা করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের নারী সদস্য ইলহান ওমর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি সামলোচনা করে নিজের প্রতিক্রিয়া জানান।
এক্সে এক পোস্টে তিনি বলেন, ইসরাইলি শিশু, নারী, বৃদ্ধ এবং নিরস্ত্র মানুষের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানায়। হামাসের হামলায় এসব লোকেরা নিহত হয়েছেন এবং অনেককে জিম্মি করা হচ্ছে। এ ধরনের বিবেকহীন সহিংসতা কেবল সংঘাতের পুনরাবৃত্তি করবে। এটি চলতে দেয়া যেতে পারে না।
I condemn the horrific acts we are seeing unfold today in Israel against children, women, the elderly, and the unarmed people who are being slaughtered and taken hostage by Hamas. Such senseless violence will only repeat the back and forth cycle we've seen, which we cannot allow…
— Ilhan Omar (@IlhanMN) October 7, 2023ইলহান ওমর বলেন, আমাদের উচিত এখন যুদ্ধ বন্ধের আহ্বান জানান। আমি মধ্যপ্রাচ্যে শান্তি ও ন্যায়বিচারের জন্য নিজের কার্যক্রম অব্যাহত রাখব।
এর আগে ইসরায়েলের নিরাপত্তা ক্যাবিনেট আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে। প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর অফিস থেকে জানানো হয়, ক্যাবিনেটে যুদ্ধাবস্থা ঘোষণার ফলে এখন সরকার প্রয়োজনীয় সামরিক কার্যক্রম চালানোর অনুমতি পেল।
এর আগে, ৭ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে স্মরণকালের সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করে ফিলিস্তিনপন্থি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। গাজা উপত্যকা থেকে ইসরায়েলে প্রায় ৫ হাজার রকেট হামলা চালানো হয়।
সেদিনই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলিদের প্রতি দেওয়া এক বার্তায় বলেন, আমরা এখন যুদ্ধাবস্থায় আছি। তিনি আরও বলেন, আমরা জিতব। আমাদের শত্রুদের এর জন্য কঠিন মূল্য দিতে হবে। এ সময় তিনি ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তসংক্রান্ত নির্দেশনা মানার আহ্বান জানান।
মন্তব্য করুন