হামাস-ইসরায়েল ইস্যুতে সারা বিশ্বের নজর এখন মধ্যপ্রাচ্যে। ইউক্রেন যুদ্ধ থেকে পশ্চিমা বিশ্বের মনোযোগ সরে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এই পরিস্থিতিতে। আর এমন হলে সবচেয়ে বেশি লাভবান হবে রাশিয়া।
রকেট হামলার পাশাপাশি স্থল ও সমুদ্র পথে ইসরায়েলে ঢুকে হামলা চালিয়েছে হামাস যোদ্ধারা। বিশ্লেষকরা ধারণা করছেন, এই হামলার জন্য হামাসকে গোপনে মাসের পর মাস প্রস্তুতি নিতে হয়েছে।
ওয়াশিংটনভিত্তিক থিংকট্যাংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) রাশিয়ার লাভবান হওয়ার বিষয়ে একটি বিশ্লেষণ করেছে। তারা বলেছে, রাশিয়া চাইবে ইউক্রেন যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের নজর যেন মধ্যপ্রাচ্যের দিকে ঘুরে যায়। এইজন্য রাশিয়া এরইমধ্যে তাদের প্রচার কৌশল ব্যবহার করতে শুরু করেছে।
আইএসডব্লিউ বলছে, ইসরায়েলে হামলার জন্য পশ্চিমাদের দোষারোপ করছে রাশিয়া। ক্রেমলিন বলছে, পশ্চিমা বিশ্ব মধ্যপ্রাচ্যের সংকট অবহেলা করে ইউক্রেনকে সমর্থন দেওয়ার দিকেই বেশি ব্যস্ত ছিল।
রুশ সরকারের নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এক্সে বলেছেন, চতুর্থ আরব-ইসরায়েল যুদ্ধের ৫০ বছর পূর্তির সময়টাতে হামাসের এই হামলা প্রত্যাশিত ছিল। যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের এটা নিয়েই ব্যস্ত থাকা উচিৎ। কয়েক দশক ধরে চলা ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাতে মূল ভূমিকায় আছে যুক্তরাষ্ট্র।
রাশিয়ার পক্ষে জনমত তৈরিতে সক্রিয় রুশ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সার্গেই মারদান বলেছেন, ইসরায়েলে সংঘাত শুরু হওয়ায় লাভবান হবে রাশিয়া। বিশ্ববাসীর নজর কিছুদিনের জন্য ইউক্রেন থেকে ঘুরে গিয়ে আবার একবার মধ্যপ্রাচ্যের আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়বে।
আইএসডব্লিউ বলেছে, পশ্চিমা বিশ্বকে লক্ষ্য করে এই বয়ান প্রচারের মাধ্যমে তিন দিক থেকে লাভবান হবে রাশিয়া। প্রথমত, ইউক্রেনে সামরিক সহায়তার দেওয়ার ব্যাপারে পাশ্চাত্যে যে জনমত রয়েছে তাতে ফাটল ধরতে পারে। দ্বিতীয়ত, ইউক্রেন আন্তর্জাতিক সমর্থন হারাবে বলে প্রচারের মাধ্যমে ইউক্রেনের ভেতরে হতাশা তৈরির চেষ্টা করা হবে। তৃতীয়ত, রাশিয়ার জনগণকে এই বলে আশ্বস্ত করা হবে যে আন্তর্জাতিক সমাজ ইউক্রেন যুদ্ধ উপেক্ষা করবে।
হামলার পর হোয়াইট হাউজ প্রাথমিক প্রতিক্রিয়ায় ইসরায়েলের ওপর হামলার নিন্দা জানিয়েছে। একইসঙ্গে ইসরায়েলের সরকার ও জনগণের পক্ষে থাকার কথা জানিয়েছে হোয়াইট হাউজ।
অন্যদিকে ক্রেমলিন বলেছে, আমরা ফিলিস্তিন ও ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সমঝোতা প্রক্রিয়া প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি।
পোল্যান্ডের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পোল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, হামাস-ইসরায়েল সংঘাতে অবশ্যই রাশিয়া উপকৃত হবে। এটি বিশ্বের মনোযোগ সরিয়ে দিচ্ছে।
মন্তব্য করুন