ফিলিস্তিনি সংগঠন হামাস এখনো ১২০ জনেরও বেশি মানুষকে জিম্মি করে রেখেছে । ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বিষয়টি নিশ্চিত করেছেন।
জিম্মিদের বর্তমানে পরিস্থিতি সম্পর্কে এক্স (টুইটার)-এ একটি আপডেট দিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী। এক্স পোস্টে তারা জানিয়েছে, আইডিএফ নিশ্চিত করেছে, এখন পর্যন্ত হামাস গাজায় ১২০ জনেরও বেশি বেসামরিক নাগরিককে বন্দি করে রেখেছে।
মূলত হামাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ১৫০ জনেরও বেশি মানুষকে জিম্মি করে গাজা নিয়ে গেছে গোষ্ঠীটি। গত সোমবার এই তথ্য জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের প্রতিনিধি গিলাদ এরদান।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সাংবাদিক কাইটলান কলিন্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এরদান বলেন, ‘আমাদের কাছে থাকা তথ্য অনুসারে, ১৫০ জনেরও বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক বর্তমানে হামাসের হাতে জিম্মি অবস্থায় রয়েছে। এটি একটি অভূতপূর্ব সংকট।’
শুক্রবার গাজা শহরের ১০ লাখের বেশি বাসিন্দাকে ২৪ ঘণ্টার মধ্যে গাজার দক্ষিণাঞ্চলে সরে যেতে বলে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজার সীমান্তজুড়ে বিপুলসংখ্যক ট্যাংক ও অন্যান্য ভারী যুদ্ধাস্ত্র সমবেত করেছে তারা।
গাজায় ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত এবং ৭ হাজার ৬৯৬ জন আহত হয়েছে। অপরদিকে ইসরায়েলে নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ এবং আহত ২ হাজার ৮০০।
মন্তব্য করুন