ফিলিস্তিনের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। একই সঙ্গে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
এক এক্সবার্তায় গ্রেটা থুনবার্গ বলেছেন, আজ (শুক্রবার) আমরা ফিলিস্তিন ও গাজার সঙ্গে সংহতি প্রকাশ করছি। (এ বিষয়ে) বিশ্ববাসীকে কথা বলতে হবে। অবিলম্বে যুদ্ধবিরতির ডাক দিতে হবে। ফিলিস্তিনি ও সব ক্ষতিগ্রস্ত বেসামরিক মানুষের জন্য ন্যায়বিচার ও স্বাধীনতার আহ্বান জানাতে হবে।
শুক্রবার ভোরেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ নিয়ে টানা ১৪ দিন ধরে ২৩ লাখ মানুষের এই অঞ্চলে বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা।
গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলার জবাবে সেখান টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের ১৪ দিনের বোমাবর্ষণে এখন পর্যন্ত গাজায় ৩ হাজার ৭৮৫ ফিলিস্তিনি নিহত এবং ১২ হাজরের বেশি আহত হয়েছে। এ ছাড়া পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৮০ জনে দাঁড়িয়েছে।
মন্তব্য করুন