শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরান ও ইসরায়েল, সামরিক শক্তিতে কে এগিয়ে?

ইরান ও ইসরায়েল, সামরিক শক্তিতে কে এগিয়ে ? । ছবি : সংগৃহীত
ইরান ও ইসরায়েল, সামরিক শক্তিতে কে এগিয়ে ? । ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান। দেশটির সঙ্গে চির বৈরিতার সম্পর্ক ওই অঞ্চলের আরেক দেশ ইসরায়েলের। দশকের পর দশক বিভিন্ন ফ্রন্টে ছায়াযুদ্ধে লিপ্ত দেশ দুটি। তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে তাই সবচেয়ে বেশি মাথাব্যথা তেল আবিবের। আমেরিকার সহায়তা ছাড়াই দেশটির পরমাণু প্রকল্পে হামলা চালানোর হুমকি দিয়ে আসছে ইসরায়েল। জবাবে দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকেই মুছে দেওয়ার হুমকি দিয়ে রেখেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

দেশ দুটির মধ্যে সামরিক শক্তিতে কে কোন ক্ষেত্রে এগিয়ে, এক নজরে তা দেখে নেওয়া যাক।

১. গ্লোবাল ফায়ার পাওয়ার বা জিএফপির র‌্যাঙ্কিং অনুযায়ী বিশ্বে সামরিক শক্তির তালিকায় ইরানের অবস্থান ১৭-তে। এ ক্ষেত্রে তেহরানের চেয়ে এক ধাপ পিছিয়ে ইসরায়েল। জিএফপির ২০২৩ সালের করা র‌্যাঙ্কিংয়ে তেল আবিব রয়েছে ১৮তম স্থানে।

২. জনসংখ্যাকে বিবেচনা করা হয় জনশক্তি হিসেবে। এ ক্ষেত্রেও ইসরায়েলের চেয়ে ঢের এগিয়ে ইরান। ইসরায়েলের জনসংখ্যা যেখানে মাত্র ৮৯ লাখের কিছু বেশি, সেখানে ইরানের জনসংখ্যা সাড়ে ৮ কোটির উপরে।

৩. প্রয়োজনে সেনাবাহিনীতে সার্ভিস দিতে পারে, ইসরায়েলে এমন জনসংখ্যা রয়েছে ৩১ লাখ, ইরানের ক্ষেত্রে সেই সংখ্যা ৪ কোটি।

৪. ইরানের সেনাবাহিনীর অ্যাক্টিভ মেম্বার রয়েছে ৫ লাখ ৭৫ হাজার। অন্যদিকে ইসরায়েলের ক্ষেত্রে সেই সংখ্যা মাত্র ১ লাখ ৭৩ হাজার। ফলে সেনাবাহিনীর সংখ্যার দিক থেকে যোজন যোজন পিছিয়ে তেল আবিব।

৫. তবে, যুদ্ধের সময় প্রয়োজনে মাঠে নামানো যাবে, এমন রিজার্ভ সেনা সংখ্যায় ইরানের চেয়ে এগিয়ে রয়েছে ইসরায়েল। ইরানের ৩ লাখ ৫০ হাজার রিজার্ভ সেনার বিপরীতে ইসরায়েলের রয়েছে ৪ লাখ ৬৫ হাজার রিজার্ভ সেনা।

৬. সামরিক বাজেটের ক্ষেত্রে ইরানের চেয়ে বহুগুণ এগিয়ে ইসরায়েল। দেশটির বার্ষিক মিলিটারি বাজেট ২৪.৩৪ বিলিয়ন ডলার। অন্যদিকে ইরানের সামরিক বাজেট মাত্র ৫.৫ বিলিয়ন মার্কিন ডলার।

৭. এয়ার পাওয়ারেও ইরানের চেয়ে অনেকটাই এগিয়ে ইসরায়েল। দেশটির কাছে এয়ারক্রাফট আছে ৬০১টি। আর ইরানের কাছে রয়েছে ৫৪১টি। ইরানের ফাইটার এয়ারক্রাফট যেখানে ১৯৬টি, সেখানে ইসরায়েলের রয়েছে ২৪১টি। তবে, দুই দেশেরই সমান ১২৬টি করে হেলিকপ্টার রয়েছে। ৮. স্থলশক্তিতে অনেকটাই এগিয়ে ইরান। দেশটির হাতে ট্যাংক রয়েছে ৪ হাজার ৭১টি। অন্যদিকে ইসরায়েলের রয়েছে ২ হাজার ২০০টি। তেহরানের ৬৯ হাজার আর্মার্ড ভেহিক্যালের বিপরীতে তেল আবিবের রয়েছে ৫৬ হাজার। আর ইরানের ১ হাজার মোবাইল রকেট প্রজেক্টর থাকলেও সেখানে ইসরায়েলের রয়েছে মাত্র ৩০০টি।

৯. নৌ-শক্তিতেও এগিয়ে ইরান। তেহরানের কাছে রয়েছে ১৯ থেকে ২৪টি সাবমেরিন, বিপরীতে ইসরায়েলের রয়েছে ৫টি। ইরানের ৫টি ফ্রিগেট থাকলেও তেল আবিবের এই ধরনের কোনো নৌযান নেই। তবে, ইরানের তিনটি কভার্টের বিপরীতে ইসরায়েলের রয়েছে সাতটি। আর তেহরানের ১টি মাইন ওয়ারফেয়ার থাকলেও ইসরায়েলের কোনো মাইন ওয়ারফেয়ার নেই।

১০. স্টোকহোম পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে—ইসরায়েলের হাতে রয়েছে ৯০টি পরমাণু বোমা। তবে, এখনো ইরানের হাতে এ ধরনের অস্ত্র থাকার কোনো খবর পাওয়া যায়নি। যদিও ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের দাবি—এই মারণাস্ত্র তৈরির একেবারে দ্বারপ্রান্তে রয়েছে তেহরান। যদিও ইরানের দাবি—কোনো প্রাণঘাতী অস্ত্র বানানো নয়; তাদের পরমাণু প্রকল্পের উদ্দেশ্য শান্তিপূর্ণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস উল্টে নিহত ২

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

জামায়াতের প্রার্থীকে শোকজ

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

১০

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

১১

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

১২

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

১৩

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

১৪

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

১৫

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া

১৬

মুসাব্বির হত্যা নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

১৭

ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে শিবিরের দ্বারা : ডা. আউয়াল

১৮

আইসিসিকে পাঠানোর বিসিবির নতুন চিঠিতে যা আছে

১৯

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

২০
X