জেনিনের শরণার্থী শিবিরে ২ ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহত দুই শিশুর মধ্যে একজনের বয়স ৯ বছর। মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অধিকৃত পশ্চিম তীরের উত্তরে অবস্থিত শরণার্থী শিবিরে ইসরায়েল সেনারা আদম আল গৌল (৯) এবং বাসিল সুলাইমান আবু আল আফাহ (১৫)কে গুলি করে হত্যা করে।
মঙ্গলবার, শরণার্থী শিবিরে ইসরাইলি সেনারা পূর্ণ শক্তির হামলা শুরু করে। এ শরণার্থী শিবির ৭ অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণে হামলা শুরুর পর থেকে প্রতিরোধের একটি অন্যতম কেন্দ্র হিসেবে কাজ করেছে।
গৌলকে হত্যার সিসিটিভি ফুটেজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে ‘ঠান্ডা মাথায় হত্যা’ বলে অভিহিত করেছেন অধিকৃত ফিলিস্তিনি নিযুক্ত জাতিসঙ্ঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ।
বুধবার জেনিনে একটি শিশু হত্যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে আলবানিজ লেখেন, এই শিশুকে ইসরাইল ঠান্ডা মাথায় হত্যা করেছে। এতে প্রমাণিত হয় যে ইসরায়েলের দখলে কোনো ফিলিস্তিনি নিরাপদ নয়।
মন্তব্য করুন