ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে মানবিক সংকটে বিপর্যস্ত গাজা। ইসরায়েলের অব্যাহত হামলায় টানা তিন দিন ধরে গাজার টেলিফোন ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ব্লাক আউট তিন দিনে গড়িয়েছে। ইসরায়েলের হামলার কারণে সেখানকার যোগাযোগ ব্যস্থায় বিপর্যয় দেখা দিয়েছে।
ইন্টারনেট পরিষেবা অ্যাডভোকেসি গ্রুপ নেটব্লকস জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গাজার টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। শনিবার সকাল পর্যন্ত এ সেবা পুনরায় চালু করা সম্ভব হয়নি।
পরিষেবা বিভাগের পরিচালক আল্প তোকার বলেন, গাজায় এখনও ব্লাকআউট চলছে। টানা দুই মাসের বেশি সময় ধরে চলা ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের মধ্যে এটি সচচেয়ে দীর্ঘসময় ধরে চলা ব্লাকআউট।
জাতিসংঘের মানবিক কার্যক্রমবিষয়ক বিভাগ জানিয়েছে, গাজার সাথে তাদের যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দক্ষিণে ইসরায়েলি বাহিনীর হামলার কারণে লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে।
এর আগে নভেম্বরের মাঝামাঝিতে গাজার সব ধরনের যোগাযোগব্যবস্থা বন্ধ হয়ে যায়। ওই সময়েও সেখানে কোনো ধরনের মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু ছিল না।
ওই সময়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এ সমস্যা দীর্ঘস্থায়ী হতে পারে। কেননা গাজায় জ্বালানি সংকট রয়েছে। পুনরায় জ্বালানির ব্যবস্থা না হওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকতে পারে।
মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান ফ্যালটেল জানিয়েছে, তাদের কাছে কোনো জ্বালানি নেই। ফলে গাজায় ইন্টারনেট নেই। এ ছাড়া সেখানকার ল্যান্ডফোনের নেটওয়ার্কও সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
মন্তব্য করুন