সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় আইএসআইএল (আইএসআইএস) গোষ্ঠীর এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলে শুক্রবার (৮ জুলাই) এ হামলা চালানো হয়। গতকাল রোববার ইউএস সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নিহত ওই আইএস নেতার নাম ওসামা আল-মুহাজের। ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) চিফ জেনারেল মাইকেল কুরিলা বলেন, ‘স্পষ্ট করে বলছি, আমরা সব অঞ্চলে আইএসআইএসের পরাজয় নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা শুধু এ অঞ্চলের জন্যই নয়, এর বাইরের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।’
ড্রোন হামলায় কোনো বেসামরিক মানুষ নিহত হয়নি বলে দাবি করছে সেন্টকম। তবে তারা বলছে, দিনের শুরুতে হামলায় ব্যবহৃত ড্রোনগুলো রুশ যুদ্ধবিমান দ্বারা হয়রানির শিকার হয়।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রধান মিত্র হিসেবে দেশটিতে অবস্থান করছে রাশিয়া।
মন্তব্য করুন