কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় যোদ্ধাদের হাতে আটক ৬ ছদ্মবেশী ‘গুপ্তচর’

ইসরায়েলকে সহায়তার অভিযোগে কয়েকজনকে আটক করার কথা জানায় হামাস। ছবি : সংগৃহীত
ইসরায়েলকে সহায়তার অভিযোগে কয়েকজনকে আটক করার কথা জানায় হামাস। ছবি : সংগৃহীত

একদিকে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য জীবন-মরণ এক করে লড়াই করে যাচ্ছে গাজার নির্ভীক যোদ্ধারা। এমন সময়েও দেশটির অপরপ্রান্তে ইসরায়েলিদের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা টিকিয়ে রাখার নেশায় মশগুল হয়ে আছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

নির্বিচার ইসরায়েলি হামলার মুখেও বিন্দুমাত্র প্রতিরোধ না গড়ে বরং তেলআবিবের লেজুড়বৃত্তিতেই মনোযোগ তার দল ফাতাহ’র। শুধু তাই নয়, ছদ্মবেশে ইসরায়েলকে সহায়তাও করছে পশ্চিম তীরের ক্ষমতাসীন এ দলটি। সম্প্রতি এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে।

গাজায় যুদ্ধরত স্বাধীনতাকামী দল হামাস জানায়, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য উত্তর গাজায় আসা ত্রাণের ট্রাকের সঙ্গে উপত্যকাটিতে প্রবেশ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পুলিশ বাহিনী। পশ্চিম তীরের এসব পুলিশ সদস্যরা ট্রাকের নিরাপত্তার অজুহাতে সেখানে প্রবেশ করেছে বলে জানায় গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটা জানা যায়।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বেসরকারি টিভি চ্যানেল আল-আকসা টিভিকে জানান, পশ্চিম তীরের নিরাপত্তা বাহিনীর দলটির তত্ত্বাবধানে ছিলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের গোয়েন্দাপ্রধান মাজেদ ফারাজ। তবে হামাসের এমন দাবি পুরোপুরি অস্বীকার করেছে ফাতাহ নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

হামাস জানায়, মিসরের রাফাহ সীমান্ত হয়ে আসা ত্রাণের ট্রাকের সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীর ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দলের বাকি সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় গাজার ক্ষমতাসীন দলটি।

হামাসের কর্মকর্তারা জানান, মিসরীয় রেড ক্রিসেন্টের ট্রাকের সঙ্গে প্রবেশ করা সন্দেহজনক নিরাপত্তা বাহিনী ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের কার্যক্রম সমন্বয় করেছে।

হামাসের এমন দাবিকে অগ্রাহ্য করে ফাতাহ জানায়, এই মুহূর্তে এসব বিষয়ে গণমাধ্যমে কোনোপ্রকার মন্তব্য করবে না ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে তারা জানায়, এই মুহূর্তে ইসরায়েল-হামাস যুদ্ধকে কেন্দ্র করে এমন কোনো মন্তব্য করার আগ্রহ নেই যা গাজার জনগণের হত্যা, ক্ষুদা আর বাস্তুচ্যুতি থেকে সকলের নজর অন্যদিকে সরিয়ে নেয়।

অন্যদিকে, হামাস গাজায় কর্মরত পুলিশ বাহিনী এবং দলটির সামরিক বিভাগের সদস্যদের প্রতি নির্দেশনা জারি করেছে যে, কোনো বাহিনী তাদের সঙ্গে সমন্বয় না করে গাজায় প্রবেশ করলে তাদের সঙ্গে ‘দখলদার বাহিনী’ হিসেবে আচরণ করতে।

২০০৭ সালে নির্বাচনে বিজয়ের পর এখন পর্যন্ত স্বাধীনভাবে গাজা শাসন করছে স্বাধীনতাকামী দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হলের নাম পরিবর্তন

সাবেক ছাত্রদল নেতার ওপর দফায় দফায় হামলার অভিযোগ

জবির হল সংসদে ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত প্যানেলের জয়

বিজয়ী হয়ে যা বললেন রিয়াজুল

সুখবর পেলেন বিএনপি নেত্রী রাহেনা

এবার সহযোগিতা চাইলেন আমজনতার তারেক

গোপালগঞ্জে শতাধিক আ.লীগ কর্মীর বিএনপিতে যোগদান

বিশ্বকাপ বাছাইয়ে কবে নামছে বাংলাদেশ, কারা প্রতিপক্ষ—জানাল আইসিসি

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

১০

শীর্ষ ৩ পদে কত ভোট পেয়ে জিতল ছাত্রশিবির সমর্থিত প্যানেল

১১

জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়

১২

জুলাইয়ে বীরত্ব : সম্মাননা পেল ১২শ আহত, শহীদ পরিবার ও সাংবাদিক

১৩

পাকিস্তানের আকাশসীমায় অসুস্থ হওয়া বিমানের যাত্রীর মৃত্যু, তদন্তের মুখে পাইলট

১৪

ফারহানের ফিফটিতে লঙ্কান দুর্গে পাকিস্তানের দাপুটে জয়

১৫

আয় ও সম্পদ নিয়ে অপপ্রচার, মুখ খুললেন নাহিদ ইসলাম

১৬

৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে

১৭

ব্যবসায়ীকে গুলি করে হত্যায় মামলা, বিচারের দাবিতে মানববন্ধন

১৮

কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নূরুল আবছারকে কারাদণ্ড

১৯

‘সন্ধ্যার পর শিক্ষার্থীরা বাড়ির বাইরে থাকতে পারবে না’

২০
X