কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ০৯:২৬ পিএম
আপডেট : ২৭ মে ২০২৪, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার আরেক দেশের সঙ্গে ইসরায়েলের গোলাগুলি

রাফা সীমান্ত ক্রসিংয়ে গোলাগুলির পর মিসর-ইসরায়েল তীব্র উত্তেজনা বিরাজ করছে। প্রতীকী ছবি
রাফা সীমান্ত ক্রসিংয়ে গোলাগুলির পর মিসর-ইসরায়েল তীব্র উত্তেজনা বিরাজ করছে। প্রতীকী ছবি

এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ মিসরের সেনা সদস্যদের সঙ্গে গোলাগুলি হয়েছে ইসরায়েলি সেনাদের। এতে এক মিসরীয় সেনা নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ সোমবার (২৭ মে) দক্ষিণ গাজা উপত্যকার রাফা সীমান্ত ক্রসিংয়ের কাছে এ ঘটনা ঘটে। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, এ গোলাগুলিতে ইসরায়েলি কোনো সেনা হতাহত হয়নি। তবে ঘটনার বিস্তারিত এখনো জানায়নি কোনো পক্ষ। এ ছাড়া এই ঘটনায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বিবৃতিও দেওয়া হয়নি।

তবে অসমর্থিত সূত্রের বরাতে সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, গোলাগুলির জন্য মিসরকে দায়ী করছে ইসরায়েল। তাদের দাবি, রাফা সীমান্ত ক্রসিংয়ে ইসরায়েলি সেনাদের লক্ষ্য প্রথমে গুলি ছুড়ে মিসরীয় সেনারা। এরপর পাল্টা গুলি চালালে একজন মিসরীয় সেনা নিহত হন।

এ ছাড়া আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

এ নিয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ হচ্ছে বলে জানা গেছে।

সম্প্রতি মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে এসে ইসরায়েলের বিরুদ্ধে সরাসারি অবস্থান নিয়েছে মিসর। দেশটির সংবাদমাধ্যমগুলোও ইসরায়েলের সমালোচনার মাত্রা তীব্র করেছে। গত ৪৫ বছরের মধ্যে মিসরীয় গণমাধ্যমে ইসরায়েল বিরোধী এত তীব্রতা দেখা যায়নি। এই পরিস্থিতিতে কিছু দিন ধরে ইসরায়েল ও মিসরের মধ্যে একটা সংঘাত বেধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল।

প্রশ্ন হলো মিসর হঠাৎ কেন এতটা আক্রমণাত্মক হলো। তার কারণ হলো- রাফা অভিযান। ইসরায়েল রাফায় অভিযান চালালে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা মিসরের সিনাই উপত্যকায় আশ্রয় নেবেন।

এজন্য মিসরীয় কর্মকর্তারা বলছেন, রাফা অভিযান মানে ১৯৭৯ সালের শান্তি চুক্তি ঝুঁকির মুখে ফেলা। ইতোমধ্যে মিসরের কিছু সরকারি কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, তারা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করবেন এবং তেল আবিব থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করবেন।

গত সপ্তাহে ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড মেনস্যার মিসরের প্রতি আহ্বান জানিয়েছিলেন রাফা সীমান্ত খুলে দেওয়ার জন্য। কিন্তু কায়রো তাতে রাজি হয়নি। এর আগে হোসনি মোবারকের আমলে যখন তাবা নিয়ে বিরোধ চাঙ্গা হয়েছিল, তখন ইসরায়েল ও আন্তর্জাতিক অন্য পক্ষগুলো মিসরকে সিনাই উপত্যকা ছেড়ে দেওয়ার চাপ দিয়েছিল। কিন্তু পুরো চাপ ও প্রলোভন উপেক্ষা করেছিলেন হোসনি মোবারক।

চলমান ঘটনাপ্রবাহ মিসরীয় ও ইসরায়েলিদের মধ্যে টানাপড়েন এমন পর্যায়ে পৌঁছেছে, মিসর এখন তাদের পক্ষ থেকে শান্তি চুক্তির ব্যাপারটি পুনর্বিবেচনা করতে পারে।

এতে ইসরায়েল যদি মিসরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে মিসরও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছাত্রদলের ৭ ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা

৮ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাংলাদেশের বিষয়ে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

জুমার নামাজে মসজিদে হামলা, প্রাণ গেল মুসল্লির

স্বেচ্ছায় না গেলে শরণার্থীদের যেভাবে নির্বাসিত করবে জার্মানি

কাকরাইল গির্জার ফটকে ককটেল বিস্ফোরণ

এনসিপিতে যোগ দিয়ে যে ব্যাখ্যা দিলেন যুবলীগ নেতা

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

১০

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

১১

জাহানারা ইস্যুতে মুশফিকের তীব্র নিন্দা

১২

জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি

১৩

রাজপথের কর্মসূচি দিয়ে সংকট নিরসন করা যাবে না : সাইফুল হক

১৪

চলতি সপ্তাহে যেসব অঞ্চলে ১৫ ডিগ্রিতে নামতে পারে শীত

১৫

চট্টগ্রামে ঘোষিত প্রার্থীর বিরোধিতা করায় পদ হারালেন ৩ নেতা

১৬

রিজভীর পা ধরে সালাম করা সেই সার্জেন্টকে প্রত্যাহার

১৭

স্ত্রী-শাশুড়িসহ চারজনকে ছুরিকাঘাত, জামাইসহ আটক ২

১৮

বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার

১৯

সাতক্ষীরায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : হাবিব

২০
X