আজ থেকে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। এবার হাজিদের নিরবচ্ছিন্ন সেবা দিতে নানা উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এরই অংশ হিসেবে অ্যাম্বুলেন্সে হজ পালন করবেন ১৮ ব্যক্তি।
শুক্রবার (১৪ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাম্বুলেন্সে হজ করতে আসা যাত্রীরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসাপাতালে ভর্তি ছিলেন। তাদের জন্য ৩১টি অ্যাম্বুলেন্সে এ ব্যবস্থা করা হয়েছে।
সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় অসুস্থদের জন্য এমন পদক্ষেপ নিয়েছে। তারা বিভিন্ন দেশের নাগরিক। মক্কার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন এসব রোগী অ্যাম্বুলেন্সে মদিনায় এসেছেন।
গালফ নিউজ জানিয়েছে, চিকিৎসাসেবা যাতে ব্যাহত না হয় সে ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এসব অসুস্থ ব্যক্তিকে হজের পবিত্র স্থানগুলোতে নিয়ে যাওয়া হবে। মদিনার সেনারেল অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ জন্য স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রতিষ্ঠান একযোগে কাজ করছে।
تتنوّع الخدمات، لتذليل الصعوبات قافلةٌ طبيّة بجهود مميّزة من وزارة الصحة @SaudiMOH، تنقل الحجّاج المنوّمين في مستشفيات المدينة المنورة؛ إلى المشاعر المقدّسة، لاستكمال أداء فريضة الحجّ بكلّ #يسر_وطمأنينة. نسأل الله لهم الشفاء العاجل pic.twitter.com/bBQXwHAlFn — توفيق الربيعة (@tfrabiah) June 12, 2024
হাজিদের নিয়ে আসা এসব অ্যাম্বুলেন্সের প্রত্যেকটিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছে। এগুলোর পরিচালনায় স্বাস্থ্যবিষয়ক ১০৬ কর্মী রয়েছেন। এর মধ্যে নার্স, চিকিৎসক ও প্যারামেডিকরাও অন্তর্ভুক্ত রয়েছেন।
অ্যাম্বুলেন্সে হজযাত্রীদের এ বহরে আরও রাখা হয়েছে রক্ষণাবেক্ষণ গাড়ি, অক্সিজেন সাপ্লাই, ভ্রাম্যমাণ ওয়ার্কশপ ও কুইক রেসপন্স টিম। হজযাত্রীদের যাতে কোনো ধরনের চিকিৎসা বিঘ্ন না হয় সেটি নিশ্চিত করতে সব ব্যবস্থা রাখা হয়েছে এ বহরে।
হাজিদের এমন ব্যবস্থা করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মদিনার বেশ কয়েকটি হাসপাতাল। হজের পুরো সময়ে তাদের সঙ্গে থাকবে পর্যবেক্ষক দল। তারা হাজিদের যেকোনো সমস্যা ও জরুরি পরিস্থিতিতে সেবা দেবেন।
মন্তব্য করুন