কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিল আরও এক দেশ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিল আরও এক দেশ

গাজায় ইসরায়েলের হামলার পর থেকে বিশ্বজুড়ে ফিলিস্তিনের সমর্থন বাড়ছে। ফলে দেশটিকে স্বীকৃতি দিয়েছে ইউরোপের বিভিন্ন দেশ। এরই ধারাবাহিকতায় দেশটিকে আরও একটি দেশ স্বীকৃতি দিয়েছে।

শুক্রবার (২১ জুন) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে আর্মেনিয়া। শুক্রবার দেশটি ফিলিস্তিনের স্বীকৃতি দিয়েছে।

আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও তারা ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর আর্মেনিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে আর্মেনিয়ার এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

গত ৭ অক্টোবর ইসরায়েলের অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এরপর দেশটিতে পাল্টা হামলা চালানো শুরু করে ইসরায়েল। সেই সময় থেকে এখনও পর্যন্ত উপত্যাকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা।

এর আগে একযোগে ফিলিস্তিনকে ইউরোপের তিন স্বীকৃতি দেয়। এ তিন দেশ হলো নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড। গত ২২ মে একযোগে তিন দেশের প্রধানমন্ত্রীরা স্বীকৃতির ঘোষণা দেন। দেশ ৩টির নেতারা বলেন, ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে তারা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবেন কেবল মধ্যপ্রাচ্যে শান্তির লক্ষ্যে।

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর বলেন, সর্বোত্তম পথ হলো একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান। ফিলিস্তিনের স্বীকৃতি না থাকলে মধ্যপ্রাচ্যে শান্তি আসতে পারে না।

নরওয়ের ঘোষণার পরপরই, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিসও এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিন স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, আয়ারল্যান্ডও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করছে। আমরা প্রত্যেকে এখন সেই সিদ্ধান্ত কার্যকর করার জন্য জাতীয়ভাবে পদক্ষেপ গ্রহণ করব।

তিনি আরও বলেন, আমি নিশ্চিত যে আগামী সপ্তাহগুলোতে আরও অনেক দেশ এ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণে আমাদের সঙ্গে যোগ দেবে।

তিন দেশের এ ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় ইসরায়েল। ওই সময়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ আয়ারল্যান্ড ও নরওয়েতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতদের অবিলম্বে ইসরায়েলে ফিরে যাওয়ার নির্দেশ দেন।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে আজ ফিলিস্তিনিদের এবং সমগ্র বিশ্বের কাছে একটি বার্তা পাঠাতে চায় : তা হলো তারা সন্ত্রাসবাদের মূল্য দেয়।

ইসরায়েল বলেছে, ইউরোপীয় দেশগুলোর স্বীকৃতি চরমপন্থা ও অস্থিতিশীলতাকে ইন্ধন দেবে এবং এই স্বীকৃতি হামাসকে লাভবান করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় শীতের আমেজ

ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার হুমকি পুতিনের

আজ পীরগঞ্জ হানাদারমুক্ত দিবস

আজ রাজধানীর কোথায় কী?

সেলস অফিসার পদে নিয়োগ দিচ্ছে অ্যাপেক্স

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সিপিডির ফাইন্যান্স বিভাগে চাকরির সুযোগ

সীমান্তে স্বর্ণের বারসহ বাংলাদেশি যুবক আটক

নিজ আসনের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বাড়িতে সালাহউদ্দিন আহমদ

বিকল্প রাজনৈতিক বলয় গঠনের আহ্বান আপ বাংলাদেশের

১০

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

১১

কেমন আছেন ইমরান খান, সাক্ষাতের পর জানালেন বোন উজমা

১২

মোদিকে ধন্যবাদ জানাল বিএনপি

১৩

৮ কুকুরছানা হত্যায় মামলা প্রস্তুতি, বাসভবন ছাড়লেন অভিযুক্ত কর্মকর্তা

১৪

নারায়ণগঞ্জ-৫ / মাসুদুজ্জামানের ক্যানভাসে জনতার প্রত্যাশা

১৫

শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, বার্ষিক পরীক্ষা চলবে বুধবার

১৬

নরসিংদীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৭

টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক

১৮

জুলাই গণ-অভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ

১৯

খালেদা জিয়াকে দেখে এসে যা বললেন জামায়াত আমির

২০
X