শত্রুদের হাত থেকে ইরানের আকাশসীমা রক্ষা করতে বিশাল বিমান মহড়ার আয়োজন করেছে ইরানি বিমানবাহিনী। মহড়ার সময় ইরানি যুদ্ধবিমান আকাশ ও ভূমির বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
রোববার (২৩ জুলাই) দেশটির ইসফাহানের আনারক এলাকায় বিমান বাহিনীর ১১তম এই মহড়া শুরু হয়। সোমবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পার্সটুডে।
আরও পড়ুন : প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সামনে নিয়ে এলো ইরান
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল বাকেরি বলেন, ‘মহড়ার নির্ধারিত লক্ষ্য অর্জিত হয়েছে। এই মহড়ায় বিভিন্ন ধরনের ড্রোন, যুদ্ধবিমান, পরিবহন বিমান, সহযোগী বিমান, তেলবাহী বিমান, অ্যাম্বুলেন্স বিমানসহ আরও বিমান অংশ নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিমান বাহিনীর সদস্যরা নিজস্ব শক্তি ও সামর্থ্য দিয়ে উন্নত প্রশিক্ষণ ও চমৎকার দক্ষতার মাধ্যমে মহড়াটি চালিয়েছে। তাদের এ উদ্যম দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করবে। বিমানবাহিনীর এই সক্ষমতা ও প্রস্তুতির ফলে কোনো শত্রুর পক্ষেই দেশের আকাশসীমা লঙ্ঘন করা সম্ভব হবে না।’
মন্তব্য করুন