মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

‘বাংলাদেশিরা আত্মগোপনে থাকলে সম্পর্ক খারাপ হবে’

ফিজিতে কয়েকজন বাংলাদেশি শ্রমিক। ছবি : সংগৃহীত
ফিজিতে কয়েকজন বাংলাদেশি শ্রমিক। ছবি : সংগৃহীত

ওশেনিয়া মহাদেশের দেশ ফিজিতে আট বাংলাদেশি শ্রমিক নিখোঁজ হয়েছেন। নিয়োগকারী প্রতিষ্ঠান বলছে, তারা স্বেচ্ছায় আত্মগোপনে গেছেন। কিন্তু এ দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন ওই শ্রমিকদের হদিস না পাওয়ায় অস্বস্তিতে পড়েছে ফিজি সরকার।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ফিজি সানের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের এ ধরনের কাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ফিজির কর্মসংস্থান মন্ত্রী অগ্নি দেও সিং। তিনি বলেছেন, বাংলাদেশি কর্মীরা যদি আত্মগোপনে থাকেন, পলাতক থাকেন তবে তাদের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হবে। নিয়োগকর্তাদের বিরুদ্ধে অভিযোগও তদন্ত করা সম্ভব হবে না।

মন্ত্রী বিদেশি কর্মীদের তাদের কাজের চুক্তির প্রতি সম্মান জানানোর আহ্বান জানান। অন্যথায় শাস্তি হুঁশিয়ারি দেন।

জানা গেছে, লাউটোকাতে সিআর ইঞ্জিনিয়ারিং পিটিই লিমিটেডের চুক্তিবদ্ধ আট বাংলাদেশি শ্রমিক পালিয়ে গেছেন। কোম্পানিটি জানিয়েছে, পাঁচজন শ্রমিক তাদের কর্মসংস্থানে যোগদানের মাত্র তিন মাসের মাথায় উধাও হন। বিনা নোটিশে তাদের জন্য নির্ধারিত বাসস্থান ছেড়ে চলে গেছেন শ্রমিকরা। এরপর আর যোগাযোগ করেননি।

চার মাস পরে বাকি শ্রমিকরাও হঠাৎ উধাও হয়ে যান। কোম্পানি সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাদের কূলকিনারা করতে পারেনি।

মন্ত্রী সিং শ্রমিকদের কর্মকাণ্ডের নিন্দা করে বলেন, এই ধরনের আচরণ সহ্য করা হবে না। যদি শ্রমিকদের তাদের নিয়োগকর্তাদের সাথে কোনো সমস্যা থাকে, তাহলে তাদের অবশ্যই সরাসরি বসে সমাধান করতে হবে। পালিয়ে যাওয়া এবং নিখোঁজ হওয়া পরিস্থিতিকে আরও খারাপ করবে।

হুঁশিয়ার করে তিনি বলেন, অবশেষে আপনাকে (পলাতক শ্রমিক) খুঁজে পাওয়া যাবে। যদি আপনার চুক্তি বাতিল করা হয় অভিবাসন বিভাগ আপনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে।

প্রতিষ্ঠানটি বলছে, তাদের কর্মীদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। পলাতক অনেকের প্রয়োজনীয় যোগ্যতা ছিল না। এটি বোঝার পর দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়। তবুও শ্রমিকরা পালিয়ে যান।

প্রতিষ্ঠানটির এক প্রতিনিধি বলেন, আমরা দেখেছি যে কিছু শ্রমিকের প্রয়োজনীয় দক্ষতা ছিল না। তারা ভাষা বুঝত না। দক্ষতা বৃদ্ধিতে আমরা তিন মাসের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আমাদের প্রচেষ্টা সত্ত্বেও কিছু কর্মী আমাদের না জানিয়ে চলে গেছে। তবে তাদের খোঁজা হচ্ছে। নিখোঁজ শ্রমিকদের খুঁজে বের করতে জনসাধারণের সাহায্য চাওয়া হয়েছে।

এদিকে মন্ত্রী সিং আরও বলেন, কোম্পানির বিরুদ্ধে অভিযোগ থাকলেও শ্রমিকদের তাদের নিয়োগকর্তাদের কাছ থেকে পালিয়ে যাওয়া উচিত নয়। বরং কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাহায্য নেওয়া উচিত। আপনি যদি আপনার নিয়োগকর্তার সাথে অস্বস্তি বোধ করেন তবে আমাদের কাছে আসুন। আপনার যে কোনো সমস্যা সমাধানে আমরা আপনাকে সহায়তা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

‘ড. তোফায়েলের শূন্যতা বহু দশক অনুভূত হবে’

আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

পূজা পরিষদ ও মহানগর কমিটির প্রত্যাশা / সংকট সমাধানে এক হয়ে কাজ করার নজির অব্যাহত থাকুক

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : পিএনপি

শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার

নিষিদ্ধ হওয়া ভিডিও নির্মাতাদের সুখবর দিল ইউটিউব

১০

জাতিসংঘের ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

১১

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়াও আমাদের দিনে দাঁড়াতে পারবে না’ 

১২

রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি

১৩

ঢাবি সাদা দলের বিবৃতি / এমপিওভুক্ত শিক্ষকদের ওপর আক্রমণ অপ্রত্যাশিত

১৪

৪৮ জেলার ৪৩৫ স্পটে হত্যাকাণ্ড ঘটায় পুলিশ-যুবলীগ : তাজুল ইসলাম

১৫

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত নেতার

১৬

ইয়ামালের জন্য আল হিলালের ৫২৬০ কোটি টাকার প্রস্তাব!

১৭

অতিরিক্ত সিম স্বেচ্ছায় বাতিল না করলে যা করবে বিটিআরসি

১৮

‘দ্বাদশ ব্যক্তি’ হামজাদের প্রতিপক্ষ

১৯

জনগণের আমানত রক্ষায় জমিয়ত সর্বদা সচেষ্ট থাকবে : মোহাম্মদ আলী

২০
X