কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৬ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

কর্মীর শরীরে হাত রাখায় মন্ত্রীর পদত্যাগ

নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী অ্যান্ড্রু বেইলি। ছবি : সংগৃহীত
নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী অ্যান্ড্রু বেইলি। ছবি : সংগৃহীত

অধীনস্থ কর্মীর সঙ্গে ‘অত্যধিক কর্তৃত্বপূর্ণ আচরণের’ অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী অ্যান্ড্রু বেইলি। এক কর্মীর বাহুতে হাত রাখার ঘটনায় সমালোচনার মুখে তিনি পদত্যাগপত্র করেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বেইলি এক বিবৃতিতে বলেন, আমি ঘটনাটির জন্য গভীরভাবে দুঃখিত। এটি কোনো বিতর্ক ছিল না, বরং কর্মসংক্রান্ত বিষয়ে একটি ‘উৎসাহী আলোচনা’ ছিল। তবে আমি স্বীকার করছি, আমি সীমা অতিক্রম করেছি, যা অনুপযুক্ত আচরণ।

কী ঘটেছিল?

গত সপ্তাহে এক কর্মীর সঙ্গে আলোচনার সময় কিছুটা আধিপত্য দেখিয়ে তার বাহুতে হাত রাখেন বেইলি। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনা শুরু হয়।

এছাড়া, গত অক্টোবরে এক মদ প্রস্তুতকারক কর্মীকে ‘পরাজিত ব্যক্তি’ বলে কটাক্ষ করার অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি ওই কর্মীর সামনে কপালে ‘এল’ আকৃতির চিহ্ন দেখিয়ে অশ্রাব্য শব্দ ব্যবহার করেছিলেন।

প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন জানান, বেইলি গত শুক্রবার পদত্যাগপত্র জমা দেন, তবে ঘটনাটি ঘটেছিল তার আগের মঙ্গলবার। তিনি বলেন, সরকার মাত্র এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে, যা যথেষ্ট দ্রুত এবং কার্যকর।

তবে বিরোধীদলীয় নেতা ও লেবার পার্টির প্রধান ক্রিস হিপকিন্স লাকসনের ভূমিকার সমালোচনা করে বলেন, এটি পুরো সপ্তাহান্ত ঝুলিয়ে রাখা উচিত হয়নি। প্রধানমন্ত্রী মন্ত্রীদের আচরণের মান এত নিচে নামিয়েছেন যে, সেটি পেরোনো প্রায় অসম্ভব হয়ে গেছে।

বেইলির সিদ্ধান্ত ও উত্তরসূরি

বেইলি জানান, পরিবারের সঙ্গে আলোচনা করেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তার পদত্যাগের পর ন্যাশনাল পার্টির সিনিয়র হুইপ স্কট সিম্পসন নতুন বাণিজ্য ও ভোক্তা বিষয়কমন্ত্রী এবং অ্যাকসিডেন্ট কম্পেনসেশন করপোরেশন (এসিসি) মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন।

সরকারের জনপ্রিয়তা হ্রাস

এদিকে, সাম্প্রতিক এক নিউজ-ভেরিয়ান জরিপে দেখা গেছে, প্রধানমন্ত্রী লাকসনের নেতৃত্বাধীন ন্যাশনাল পার্টির জোট সরকার ভোটারদের সমর্থন হারাচ্ছে।

বিশেষ করে মাওরি জনগোষ্ঠীর প্রতি নেতিবাচক নীতির অভিযোগে সরকার কঠোর সমালোচনার মুখে পড়েছে। নতুন একটি বিল, যা মাওরি জনগোষ্ঠীর অধিকার খর্ব করতে পারে এবং মাওরি স্বাস্থ্য কর্তৃপক্ষ বিলুপ্তির সিদ্ধান্ত, যা পূর্ববর্তী লেবার সরকার স্বাস্থ্য বৈষম্য কমাতে প্রতিষ্ঠা করেছিল, তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি আগামী নির্বাচনে সরকারের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

গাজায় যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে 

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

গাজা চুক্তিকে ইরান হামলার সঙ্গে যুক্ত করলেন ট্রাম্প

১০ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

নোয়াখালী বিভাগ চেয়ে ইতালিতে প্রবাসীদের স্মারকলিপি

কাবুলে বিস্ফোরণ, ক্ষয়ক্ষতি নিয়ে যা বললেন জবিউল্লাহ মুজাহিদ

‘ওলামা-মাশায়েখদের ত্যাগ-কোরবানি স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

যুদ্ধবিরতিতে গাজার ঘরে ঘরে আনন্দ, রাস্তায় মিছিল

সচেতন হলে ব্রেস্ট ক্যানসার প্রতিরোধ সম্ভব : চসিক মেয়র

১০

২০ মাসে মামলার রায়, স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

১১

ভোটের অধিকার পুনরুদ্ধারই জাতির একমাত্র লক্ষ্য : গয়েশ্বর

১২

ঘুষি মেরে বিমানের মনিটর ভেঙে ফেললেন লন্ডন প্রবাসী

১৩

ইসরায়েলের যে কারাগারে বন্দি শহিদুল আলম

১৪

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, টিটিপি প্রধান নিহতের গুঞ্জন

১৫

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

১৬

এককভাবে সরকার গঠন করবে বিএনপি : এমরান চৌধুরী

১৭

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে রংপুর অচল করে দিতে বাধ্য হবো’

১৮

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না : লায়ন ফারুক

১৯

ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

২০
X