কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩১ এএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

বিশাল জনসমুদ্রের তালিকায় ঢাকা, শীর্ষে টোকিও

বিশাল জনসমুদ্রের তালিকায় ঢাকা, শীর্ষে টোকিও
দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল শহর ঢাকা। ছবি: সংগৃহীত

বিশ্বের শহরগুলো ক্রমেই জনসংখ্যার ভারে নুয়ে পড়ছে। আধুনিক নগরায়ণের যুগে মানুষ কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও উন্নত জীবনের খোঁজে শহরমুখী হচ্ছে। ফলে কিছু নগরী পরিণত হয়েছে বিশাল জনসমুদ্রে, যেখানে জনসংখ্যার চাপে পরিবেশ, অবকাঠামো ও নাগরিক সুবিধাগুলো হুমকিতে। টোকিও থেকে নয়াদিল্লি, সাংহাই থেকে ঢাকা—বিশ্বের শীর্ষ জনবহুল শহরগুলোর তালিকায় স্থান পাওয়া এই নগরীগুলো শুধু মানুষের সংখ্যার দিক থেকেই নয়, বরং অর্থনীতি, সংস্কৃতি ও জীবনযাত্রার জটিল সমীকরণে রয়েছে।

আসুন, জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে জনবহুল ১০টি শহরের বর্তমান অবস্থা।

১. টোকিও, জাপান

বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হিসেবে শীর্ষস্থানে রয়েছে টোকিও। শহরটিতে প্রায় ৩ কোটি ৭৪ লাখ মানুষ বসবাস করে। নিউইয়র্কের চার গুণ বেশি জনসংখ্যা থাকা এই শহরে রয়েছে বিশ্বের অন্যতম ব্যয়বহুল রিয়েল এস্টেট বাজার।

২. নয়াদিল্লি, ভারত

প্রায় ২ কোটি ৯৩ লাখ মানুষের বসবাস দিল্লিতে। এটি ভারতীয় উপমহাদেশের অন্যতম জনাকীর্ণ শহর। ব্যাপক জনসংখ্যার কারণে বায়ু দূষণ, যানজট ও অতিরিক্ত জনঘনত্বের সমস্যায় ভুগছে দিল্লি।

৩. সাংহাই, চীন

চীনের বৃহত্তম শহর সাংহাইয়ের জনসংখ্যা প্রায় ২ কোটি ৬৩ লাখ। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য ও অর্থনৈতিক কেন্দ্র, যেখানে প্রতিদিন লাখো মানুষ কেনাকাটা ও ব্যবসার কাজে আসে।

৪. সাও পাওলো, ব্রাজিল

ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলোতে ২ কোটি ১৮ লাখ মানুষের বসবাস। শহরের বিশাল অংশ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে এবং অনেক মানুষ বস্তি এলাকায় জীবনযাপন করে।

৫. মেক্সিকো সিটি, মেক্সিকো

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি, বিশ্বের অন্যতম প্রাচীন শহর। এখানে ২ কোটি ১৬ লাখ মানুষের বসবাস, যা এটিকে উত্তর আমেরিকার অন্যতম ঘনবসতিপূর্ণ শহরে পরিণত করেছে।

৬. কায়রো, মিসর

বিশ্ববিখ্যাত পিরামিডের শহর কায়রোতে ২ কোটি ৪ হাজার মানুষের বসবাস। শহরটি যানজট, বায়ু দূষণ ও অতিরিক্ত জনসংখ্যার সমস্যায় জর্জরিত।

৭. ঢাকা, বাংলাদেশ

প্রায় ২ কোটি ২ হাজার মানুষের বসবাস ঢাকায়। দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল শহরগুলোর মধ্যে ঢাকা অন্যতম। দূষণের পাশাপাশি পর্যাপ্ত অবকাঠামোর অভাব ও অনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থাপনার কারণে ঢাকা তীব্র জলাবদ্ধতা ও যানজট সমস্যার মুখোমুখি হচ্ছে।

৮. মুম্বাই, ভারত

ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাইতে ২ কোটি ১ হাজার মানুষের বসবাস। বলিউডের কেন্দ্র হিসেবে পরিচিত এই শহরে কর্মসংস্থানের সুযোগ থাকায় সারা ভারত থেকে লাখো মানুষ এখানে আসে, যার ফলে শহরে অতিরিক্ত ভিড় ও জনসংখ্যা বেড়েই চলেছে।

৯. বেইজিং, চীন

প্রায় ১ কোটি ৯৪ লাখ মানুষের বসবাস চীনের রাজধানী বেইজিংয়ে। এটি বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল ও প্রাচীন শহরগুলোর মধ্যে একটি। তীব্র বায়ু দূষণ ও অতিরিক্ত জনসংখ্যার চাপে শহরের পরিবেশ ও বাসযোগ্যতা হুমকির মুখে।

১০. ওসাকা, জাপান

জাপানের অন্যতম ঐতিহ্যবাহী শিল্প শহর ওসাকার জনসংখ্যা প্রায় ১ কোটি ৯২ লাখ। শহরের অত্যাধুনিক মেট্রো সিস্টেম প্রতি বছর প্রায় ৯০ কোটি যাত্রী পরিবহন করে, যা এটিকে বিশ্বের অন্যতম ব্যস্ত নগরী হিসেবে পরিচিত করেছে।

সূত্র: ইন্ডিয়া ডট কম

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাকরাইল রণক্ষেত্র, পুলিশি প্রোটোকলে কার্যালয় ছাড়লেন জিএম কাদের

বরইতলা নদীকে গলা চেপে ধরেছে অপরিকল্পিত বাঁধ

নুরের ওপর হামলা, রাতেই বিক্ষোভের ডাক এনসিপির

রাকসু নির্বাচনে মনোনয়ন বিতরণ শেষ রোববার

ইউসিটিসিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান

হলুদ হেলমেট পরে হামলা করেছে কারা?

মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশ নিয়ে যা বললেন ভারতীয় সাংবাদিক

‘জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে জাপা’

ভারতের দাপুটে জয়, সাফ শিরোপা হাতছাড়া বাংলাদেশের

গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিচার দাবি

১০

অশুভ শক্তি দমনে ব্যর্থ হলে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে : কামাল হোসেন

১১

জাপা কার্যালয়ের সামনে ফের হামলা, গুরুতর আহত নুর

১২

চ্যাম্পিয়ন্স লিগে জমজমাট লড়াই : মিস করা যাবে না এই ১০ ম্যাচ

১৩

বে গ্রুপে আবেদন করুন, আর দুদিন বাকি

১৪

নারী সেজে কিশোরীকে ধর্ষণ করলেন মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা

১৫

শাপলা ফুল তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

১৬

সবচেয়ে সুবিধাবাদী দল জামায়াতে ইসলামী : এলডিপি মহাসচিব

১৭

শনিবার যেসব জেলায় বিদ্যুৎ থাকবে না

১৮

চাকসুর দপ্তরের দুই পদে প্রার্থী হতে পারবেন নারীরাও

১৯

দেশে অরাজকতা সৃষ্টি করতে আ.লীগ নেতারা ফান্ডিং করছে : সপু

২০
X